আপাতত অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
Published : 14 Dec 2024, 04:16 PM
হিন্দি সিনেমা ‘হাউসফুল ৫’ এর শুটিং করার সময় একটি দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেতা অক্ষয় কুমার।
ওই দুর্ঘটনায় তিনি বাম চোখে আঘাত পেয়েছেন বলে লিখেছে এনডিটিভি।
সিনেমার সেটে থাকা একজন সংবাধমাধ্যমকে বলেছেন, “একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অক্ষয়। এ সময় কিছু একটি উড়ে এসে অভিনেতার চোখে ঢুকে যায়।”
তৎক্ষণাৎ সেটে চিকিৎসক এসে অভিনেতাকে পরীক্ষা করেছেন। তিনি অক্ষয়ের চোখে ওষুধ দিয়ে ব্যান্ডেজও বেঁধে দেন।
আপাতত অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অন্য অভিনেতাদের নিয়ে সিনেমার শুটিং চলছে।
তবে অক্ষয় নাকি বিশ্রাম নিতে চাইছেন না। তার ইচ্ছে দ্রুত সেটে ফিরে কাজ করে দেওয়ার।
তরুণ মনসুখানির পরিচালনায় ‘হাউসফুল ৫’ সিনেমায় অক্ষয় ছাড়াও ঋতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, শ্রেয়শ তলপাড়ে, চাঙ্কি পাণ্ডে, জ্যাকলিন ফার্নান্দেজ কাজ করেছেন।
ইউরোপের বেশ কিছু জায়গায় সিনেমায় শুটিং হয়েছে। টানা ৪০ দিন ধরে একটি ক্রুজ়েও শুটিং হয়েছে ‘হাউসফুল ৫’র।
আগামী ৬ জুন প্রেক্ষাগৃহে আসছে এই সিনেমাটি।