চিত্রনায়িকা অপু বিশ্বাস ও নিপুণ আক্তার, অভিনেত্রী সোহানা সাবা, শামিমা তুষ্টিও আওয়ামী লীগের ফরম সংগ্রহ করেছেন।
Published : 06 Feb 2024, 08:29 PM
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।
সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম তোলেন শাওন।
ময়মনসিংহ বিভাগ থেকে মনোনয়ন ফরম নিয়েছেন তিনি।
শাওনের মা তহুরা আলীও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি ছিলেন।
শাওন ছাড়াও প্রথম দিন বিনোদন জগতের বেশ কয়েকজন তারকা আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এদের মধ্যে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও নিপুণ আক্তার, অভিনেত্রী সোহানা সাবা, শামিমা তুষ্টি।
রাজশাহী বিভাগের বগুড়া থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। চট্টগ্রাম অঞ্চল থেকে মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। আর ঢাকা বিভাগ থেকে ফরম নিয়েছেন অভিনেত্রী সোহানা সাবা।
আরও পড়ুন: