ব্যোমকেশ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছেন টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও দেব। দুই অভিনেতা ব্যোমকেশ ভূমিকায় অভিনয় সারবেন দুই প্রদেশে।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গরহস্য’ অবলম্বনে বড় পর্দায় ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ নিয়ে আসছেন দেব। অন্যদিকে একই কাহিনীনির্ভর সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজে ব্যোমকেশ হবেন অনির্বাণ ভট্টাচার্য।
চলতি মাসেই সিনেমা ও ওয়েব সিরিজটির শুটিং দুই প্রদেশে শুরু হবে বলে আনন্দবাজার জানিয়েছে।
গতমাসে ব্যোমকেশ হিসেবে নিজের লুক প্রকাশ করেছেন দেব। সিনেমাটিতে অজিত হিসেবে অভিনয় করবেন অম্বরীশ ভট্টাচার্য ও সত্যবতী হবেন রুক্মিণী মৈত্র। কিছুদিন আগে কলকাতায় সিনেমাটির শুটিংও শেষ করেছেন তারা। সম্প্রতি সিনেমার পুরো ইউনিট শুটিং সারতে মধ্যপ্রদেশে পাড়ি জমিয়েছে।
বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ প্রযোজনা করছে ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’ এবং ‘শ্যাডো‘ নামের দুই প্রযোজনা সংস্থা।
অন্যদিকে আউটডোর দিয়েই অনির্বাণের ব্যোমকেশ ইউনিট শুটিং শুরু করছে। চলতি মাসের শেষ থেকেই উত্তরপ্রদেশে শুটিং শুরু হওয়ার কথা। যার বাকি অংশের কাজ হবে কলকাতায়।
‘ব্যোমকেশ ও পিঁজারপোল’ এর ট্রেইলারে রহস্যের ঘনঘটা
জানা গেছে, ওয়েব সিরিজটিতে অজিত ও সত্যবতীর চরিত্রে যথাক্রমে রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও সোহিনী সরকার। আগেও বড় পর্দায় সত্যবতী চরিত্রে অভিনয় করেছেন সোহিনী। তবে ‘হইচই’-এর ব্যোমকেশের সত্যবতীর চরিত্রে অভিনয় করেছিলেন ঋদ্ধিমা ঘোষ। সম্প্রতি এই অভিনেত্রী মা হওয়ায় ঋদ্বিমার জুতোয় পা গলাতে চলেছেন এ অভিনেত্রী।
সত্যবতীর ভূমিকায় ওয়েব সিরিজে থাকছেন সোহিনী সরকার আর দেবের সিনেমায় রুক্মিণী মৈত্র।
সম্ভবত আগস্ট মাসের একই দিনে মুক্তি পাবে সিনেমা ও ওয়েব সিরিজটি।
এর আগে ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত এবং ধৃতিমান চট্টোপাধ্যায়ের মত অভিনেতারা।
কয়েক বছর ধরে কলকাতার সিনেমায় প্রাধান্য পাচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গোয়েন্দা সিরিজ ‘ব্যোমকেশ’ এর গল্প। বড় বড় প্রযোজনা সংস্থা অর্থলগ্নি করছে এই চরিত্র নিয়ে সিনেমা বানাতে।
এবারে সত্যান্বেষী ‘ব্যোমকেশ’ কলকাতার দেব
‘ব্যোমকেশ’ হিসেবে নিজেকেই বেশি নম্বর দেব: আবীর চট্টোপাধ্যায়
প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের পর অঞ্জন দত্ত, দেবালয় ভাট্টাচার্যের মত নির্মাতারা ব্যোমকেশকে পর্দায় এনেছেন।
পরিচালকদের কেউ কেউ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থেকে ‘ব্যোমকেশ’কে হুবহু সেলুলয়েডে তুলে ধরেছেন। কেউ আবার সত্যান্বেষী ব্যোমকেশ, তার স্ত্রী সত্যবতী এবং বন্ধু অজিত চরিত্রকেই শুধু শরদিন্দুর উপন্যাস থেকে ধার করেছেন, আর গল্প লিখেছেন নিজে।