নিশানাথ বাবুর মৃত্যু রহসের জট খুলতে ডাক পড়েছে ব্যোমকেশ বক্সীর। রহস্যের সমাধানে নেমে সত্যান্বেষী দেখলেন অপরাধীর ছড়াছড়ি এই কেইসে। সেই ঘটনা জানা গেল ব্যোমকেশের নতুন সিরিজ ‘ব্যোমকেশ ও পিঁজারপোল’ এর ট্রেইলার থেকে। ট্রেইলারের শুরুটা অনির্বাণের ভরাট কণ্ঠের ‘হ্যালো’ আওয়াজে। এরপর একে একে ফুটে উঠেছে অন্যান্য চরিত্র, সেইসঙ্গে রহস্যের ঘনঘটার আভাস। শরদিন্দু বন্দোপাধ্যায়ের ‘চিড়িয়াখানা’ গল্প অবলম্বনে নির্মিত এই সিরিজে সত্যান্বেষী হয়েছেন কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধিমা ঘোষ এবারেও ‘সত্যবতী’। আর অজিত চরিত্রে অনির্বাণের সঙ্গী ভাস্বর চট্টোপাধ্যায়। ‘বোমকেশ ও পিঁজারপোল’ পরিচালনা করেছেন সুদীপ্ত রায়। ওটিটিতে আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে গোয়েন্দা গল্পের এ সিরিজ।
কলকাতার হাসির সিনেমা ‘আবার বিবাহ অভিযান’ এর ট্রেইলার এসেছে ইউটিউবে। এ সিনেমাটি ‘বিবাহ অভিযান’ এর সিক্যুয়েল। এবারের পরিচালক সৌমিক হালদার। অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরা ও রুদ্রনীল ঘোষ। ...
‘বিসর্জন’ ও ‘বিজয়া’র পদ্মাকে ফের পর্দায় আনলেন ভারতের নির্মাতা কৌশিক গাঙ্গুলী। এই পরিচালকের হাত ধরে প্রতিবেশী দেশের মাটিতে অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’, যার ট্রেইলার এসেছে ইউটিউবে। জ ...