মালাইকার বাবা অনিল মেহতার মৃত্যুর পর অর্জুনকে সর্বক্ষণ তার পাশে দেখা গিয়েছিল।
Published : 31 Oct 2024, 09:55 AM
বলিউডের তারকা যুগল মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের বিচ্ছেদের গুঞ্জন খবরটি অবশেষে ‘সত্যি করে দিল’ অর্জুনের একটি কথা।
নিজেকে ‘সিঙ্গল’ দাবি করে দুজনের বিচ্ছেদ ধোঁয়াশা পরিস্কার করেছেন অর্জুন।
হিন্দুস্থান টাইমস লিখেছে, কদিন আগে মুম্বাইয়ের শিবাজি পার্কে রাজনীতিবিদ রাজ ঠাকরের দেওয়া দীপাবলি পার্টিতে গিয়েছিলেন অর্জুন। সেখানে কেউ কেউ অর্জুনকে দেখে মালাইকার নাম ধরে চিৎকার করতে থাকেন।
তখন হাসতে হাসতে অর্জুন বলেন, "না, এখন আমি সিঙ্গল। আপনারা শান্ত হন প্লিজ।“
অর্জুন-মালাইকার সম্পর্কের বয়স ছয় বছর। ২০১৮ সালে মালাইকার ৪৫তম জন্মদিনে নিজের প্রেমের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন অর্জুনকে।
সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে ডেট শুরু করেন মালাইকা। এত বছর একসঙ্গে থাকার পরও তারা বিয়ে করেননি।
দুজনের সম্পর্কের ‘ফাটলের’ কথা সামনে আসে চলতি বছরের শুরুর দিকে। এর মধ্যে দুজনে তাদের সম্পর্ক নিয়ে সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন। তাদের মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতির খবরও এসেছে।
গত মাসে মালাইকার বাবা অনিল মেহতার মৃত্যুর পর অর্জুনকে সর্বক্ষণ তার পাশে থাকতে দেখা গিয়েছিল। তাতে অনেকে ধারণা করে নিয়েছিল তাদের সবকিছু ঠিক হয়ে গিয়েছে।
তবে এবার অর্জুন জানিয়ে দিলেন তিনি একা আছেন।
আরও পড়ন:
বিচ্ছেদ? মালাইকার পোস্ট যে বার্তা দিচ্ছে
মালাইকা 'অন্তঃস্বত্ত্বা'- খবর দেখে ক্ষুব্ধ অর্জুন