Published : 02 May 2025, 05:16 PM
ফিলিপিন্সের উত্তরাঞ্চলের অন্যতম একটি ব্যস্ত মহাসড়কের টোল গেইটে একটি বাস একাধিক গাড়িকে ধাক্কা দেওয়ার পর অন্তত ১০ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সুবিক-ক্লার্ক-টারলাক এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বিবিসি।
বাস চালানোর সময় ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে চালক স্বীকার করেছেন, জানিয়েছে পুলিশ।
নিহতদের মধ্যে চারটি শিশুও রয়েছে।
প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ সুবিক-ক্লার্ক-টারলাক এক্সপ্রেসওয়ে দিয়ে বিভিন্ন বাস মূলত ম্যানিলা ও আশপাশের প্রদেশগুলোতে কর্মজীবীদের আনা নেওয়া করে। বৃহস্পতিবার মে দিবসের ছুটি কাটাতে অনেকেই পরিবার নিয়ে বের হয়েছিল, তার মধ্যেই এ দুর্ঘটনা ঘটে।
বাসটির কন্ডাক্টরকেও আটক করা হয়েছে।
দুর্ঘটনায় তিনটি এসইউভি ও একটি কনটেইনার ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফেইসবুকে দেওয়া পোস্টে জানিয়েছে ফিলিপিন্সের রেড ক্রস।
দুর্ঘটনায় আহত যারা হাসপাতালে আছে তাদের খাবার ও অন্যান্য সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে তারা।
ফিলিপিন্সে প্রায়ই বাস দুর্ঘটনার খবর পাওয়া যায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাস চালকদের মাদক গ্রহণের অনেক তথ্যও সামনে এসেছে। তবে বৃহস্পতিবারের দুর্ঘটনার সঙ্গে এর কোনো যোগ আছে কিনা জানা যায়নি।
২০২৩ সালে ফিলিপিন্সের মধ্যাঞ্চলে স্থানীয়দের কাছে ‘কিলার কার্ভ’ নামে পরিচিত একটি আঁকাবাঁকা রাস্তায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১৭ যাত্রী নিহত হয়।