Published : 01 May 2025, 06:46 PM
ইসরায়েলের জেরুজালেম শহরের কাছে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।
এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ আগুনের এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন; পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীও মাঠে নামিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার বিকালে আগুন জেরুজালেমের উপকণ্ঠে পৌঁছালে মহাসড়কে ধোঁয়ার ঘন মেঘ দেখা যায়। আগুন ছড়িয়ে পড়তে থাকায় তেল আবিব-জেরুজালেম মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়; সরিয়ে নেওয়া হয় আশপাশের কয়েকটি এলাকা থেকে হাজার হাজার বাসিন্দাকে।
ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ২৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের বেশির ভাগই কালো ধোঁয়ায় শ্বাসকষ্টে ভূগেছে এবং আগুনে দগ্ধ হয়েছে।
আহত হয়েছে অন্তত ১৭ জন অগ্নিনির্বাপণকর্মী। দেশটির মোদিইন শহরের কাছে পাহাড়ের ঢালে আগুন দেখতে পাওয়া যায়। সেখানকার বাসিন্দা যুবাল আহারোনি বলেন, "আমরা আবহাওয়ার পূর্বাভাস জানতাম, আগুন লাগার ঝুঁকি ছিল। কিন্তু এখন মনে হচ্ছে কর্তৃপক্ষ আগাম প্রস্তুতি নেয়নি।"
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সতর্ক করে বলেন, "পশ্চিম দিকের বাতাস আগুনকে জেরুজালেম শহরের উপকণ্ঠে এমনকি শহরের ভেতরেও ঠেলে দিতে পারে।"
বুধবার এক ভিডিও বিবৃতিতে তিনি বলেন, "আমাদের যত বেশি সম্ভব ফায়ার ইঞ্জিন আনতে হবে এবং বর্তমান অগ্নিকাণ্ডের রেখার অনেক বাইরে ফায়ারব্রেক তৈরি করতে হবে। এখন এই দুর্যোগ শুধু স্থানীয় পর্যায় নয়, জাতীয় জরুরি অবস্থায় রূপ নিয়েছে।"
ইসরায়েলের পুলিশ জানিয়েছে, তারা জেরুজালেম-তেল আবিব মহাসড়ক এবং জেরুজালেম হিলস এলাকায় মোতায়েন রয়েছে এবং জনসাধারণকে ওই এলাকায় যাতায়াত না করার অনুরোধ জানিয়েছে প্রশাসন।
ইসরায়েলের দমকল প্রধান এয়াল কাসপি বলেন, "আমাদের উড়োজাহাজগুলো এখন আবহাওয়া পরিস্থিতির কারণে কিছু করতে পারছে না। আমাদের মূল লক্ষ্য জীবন বাঁচানো।"এক দশকে ইসরায়েলে এটিই সবচেয়ে বড় দাবানল বলে মনে করছেন তিনি।
আগুনের কারণে লাত্রুন এবং বেত শেমেশের মধ্যবর্তী জঙ্গলে হেলিকপ্টার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। দুপুরের পর ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছায়। অনেকে আগুন থেকে বাঁচতে পালিয়ে যান।
ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, জেরুজালেমের প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত কয়েকটি গ্রাম খালি করে দেওয়া হয়েছে।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গেভির জানান, আগুন লাগার পেছনে অগ্নিসংযোগের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ জেরুজালেমে একটি মাঠে আগুন দেওয়ার চেষ্টা করছিল এমন একজনকে পুলিশ আটক করেছে। তবে এ ঘটনার সঙ্গে বুধবারের আগুনের সরাসরি যোগসূত্র পাওয়া যায়নি।
আগুন ছড়িয়ে পড়তে থাকার এই সময়ে ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা বেন গেভির বলেছেন, দুর্গত এলাকায় আরও সহায়তা পাঠানো এবং আটকে পড়া মানুষজনকে সরিয়ে নিতে কাজ করছে কর্তৃপক্ষ।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, ইতালি ও বুলগেরিয়ার সঙ্গে যোগাযোগ করেছে। নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, ইতালি ও ক্রোয়েশিয়া থেকে তিনটি উড়োজাহাজ আসছে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে।