Published : 03 Jun 2024, 06:38 PM
কয়েকদিন ধরে বলিউডি অভিনেত্রী মডেল মাইলাকা অরোরা এবং তার বন্ধু অর্জুন কাপুরের বিচ্ছেদ নিয়ে নানা তথ্য ঘুরপাক খাচ্ছে ভারতীয় গণমাধ্যমে ঘুরছে। এর মধ্যে সোশাল মিডিয়ায় মালাইকার একটি পোস্ট ধোঁয়াশা তৈরি করেছে নতুন করে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, রোববার সোশাল মিডিয়ায় দেওয়া পোস্টে মালাইকা বলেন, “ যখন কেউ বলবে যে আপনি পারছেন না, ব্যর্থ হয়েছেন, আপনাকে দিয়ে হচ্ছে না, তখন কাজটি নিয়ে দ্বিতীয়বার চেষ্টা করুন।”
এর আগে শনিবার অর্জুন লিখেছেন, “আমাদের হাতে দুটি বিকল্প আছে। এক, আমরা নিজেদের অতীতে বন্দি হয়ে থাকতে পারি। দুই, ভবিষ্যতের সম্ভাবনাকে গ্রহণ করতে পারি।”
অর্জুনের ওই পোস্টের পরে তাদের ভক্ত-তারকারা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে অর্জন-মালাইকা আলাদা হয়ে যে যার পথে চলছেন। এর মধ্যে মালাইকার পোস্ট ‘দ্বিতীয় চেষ্টার’ বার্তা দিচ্ছে।
মালাইকা বা অর্জুন এসব নিয়ে সংবাদমাধ্যমের সামনে একটি শব্দও খরচ করেননি। তবে দুদিন আগে মালাইকার ম্যানেজার বিচ্ছেদের খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন।
অর্জুন-মালাইকার সম্পর্কের বয়স ছয় বছর। ২০১৮ সালে মালাইকার ৪৫তম জন্মদিনে নিজের প্রেমের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন অর্জুনকে।
সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে ডেট শুরু করেন মালাইকা। এত বছর একসঙ্গে থাকার পরও তারা বিয়ে করেননি।
কেউ কেউ বলেন, বয়সে বড় এক সন্তানের মাকে নিজের বউমা বানাতে রাজি নন অর্জুন কাপুরের বাবা বনি কাপুর। অসম এই সম্পর্ক নিয়ে অনেকবার দুজনে ট্রলের শিকারও হয়েছেন।
দীর্ঘ ক্যারিয়ারে সঞ্চালনা, টিভি রিয়েলিটি শোর বিচারক, মডেলসহ নানা ধরনের কাজে মালাইকাকে পাওয়া যায়। তবে মোটাদাগে সাধারণ দর্শকের কাছে তিনি পরিচিতি পেয়েছেন আইটেম গানের অভিনেত্রী হিসেবে। ‘ছাইয়া ছাইয়া’ ছাড়াও ‘মুন্নি বদনাম’, ‘আনারকলি ডিসকো চালি’, ‘পান্ডে জি সিটি’সহ বিভিন্ন গানে মালাইকা দর্শকপ্রিয়তা পেয়েছেন।