Published : 02 May 2025, 06:50 PM
কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের হত্যাকাণ্ডের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অঙ্গীকার আরও দৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা।
২২ এপ্রিলের ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে শুক্রবার হাই কমিশনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রণয় ভার্মা বলেন, “এই হত্যাকাণ্ডগুলো আমাদের সামগ্রিক চৈতন্যে নাড়া দিয়েছে। তবে, এটা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের অভিশাপকে শেষ করে দিতে আমাদের সংগ্রামের অঙ্গীকারকে আরও পাকাপোক্ত করেছে।
“এটা আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে, যাতে অপরাধীরা এমন আক্রমণ আর কখনও চালাতে না পারে এবং তাদের সাহায্যকারীরা যাতে তাদের পরিকল্পনায় সফল না হয়।”
ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে গত ২২ এপ্রিল জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। ওই হামলার ক্ষেত্রে পাকিস্তান ‘সন্ত্রাসীদের সহযেগিতা করেছে’ বলে ভারতের অভিযোগ।
হামলার পর দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে আরও অবনতি ঘটে। উভয় দেশ কূটনৈতিক সম্পর্ক সীমিত করে ফেলে; একে অপরের নাগরিকদের ‘বিতাড়িত’ করাসহ দ্বিপক্ষীয় নানা চুক্তিও স্থগিত হয়ে যায়।
শুক্রবারের আয়োজনের কথা তুলে ধরে এক ফেইসবুক পোস্টে হাই কমিশন জানিয়েছে, “নৃশংস সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে ভারতীয় হাই কমিশন একটি ভাবগাম্ভীর্যপূর্ণ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে।”
হাই কমিশন জানায়, হাই কমিশনার প্রণয় ভার্মার পাশাপাশি ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীও সে আয়োজনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।
“বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক এবং বাংলাদেশে ভারতের বন্ধুরা বিপুল সংখ্যায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তাদের সমবেদনা জানান।”