Published : 02 May 2025, 10:18 AM
ঢাকার বিমানবন্দর সড়কে গাড়ি চাপায় একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে দুজন।
বৃহস্পতিবার মধ্যরাতে বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বনানী থানার ডিউটি অফিসার এএসআই জানে আলম বলেন, “রাত সাড়ে ১২টার দিকে মাছরাঙা টেলিভিশনের অফিসের সামনে গাড়ি চাপায় একজন নিহত ও দুজন গুরুতর আহত হন।”
আহত দুজনকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়েছে।
ফেইসবুক গ্রুপ ‘কারহাব’-এ দুর্ঘটনার পরের একটি ভিডিও পোস্ট করেছেন সিফাত বিশ্বাস নামের একজন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, একটি কালো রঙের টয়োটা সিএইচআর গাড়ি এই তিনজনকে মেরে দিয়ে চলে গেল।