Published : 02 May 2025, 04:51 PM
বায়ার্ন মিউনিখের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন এরিক ডায়ার। চলতি মৌসুম শেষে মিউনিখের ক্লাবটি ছেড়ে যাবেন এই ইংলিশ ডিফেন্ডার।
সেন্টার-ব্যাক ও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে পারদর্শী ডায়ারের সঙ্গে চলতি মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হবে বায়ার্নের। এরপর নতুন চ্যালেঞ্জ নিতে তিনি ঠিকানা বদলের সিদ্ধান্ত নিয়েছেন বলে শুক্রবার নিশ্চিত করেছেন বায়ার্ন মিউনিখের ক্রীড়া পরিচালক ক্রিস্তফ ফয়েন্ড।
স্বদেশের ক্লাব টটেনহ্যাম হটস্পারে এক দশক কাটিয়ে গত বছরের জানুয়ারিতে ধারে মিউনিখে পাড়ি জমান ডায়ার। পরে ওই মৌসুম শেষে ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি করেন তিনি।
৩১ বছর বয়সী এই ফুটবলারের পারফরম্যান্সে খুশিই ছিল জার্মানির সফলতম ক্লাবটি। কিন্তু তিনিই থাকতে চান না বলে জানিয়েছেন ফয়েন্ড।
“এরিকের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তবে সে জানিয়েছে, চুক্তির মেয়াদ বাড়াতে চায় না এবং আমাদের ছেড়ে সে অন্যত্র যেতে চায়।”
“সে দারুণ একজন মানুষ। একসঙ্গে আমাদের খুব ভালো সময় কেটেছে। সেও মিউনিখ ও এই ক্লাবে খুব স্বচ্ছন্দে ছিল। আশা করি, আমাদের সঙ্গে সে ক্যারিয়ারের প্রথম শিরোপা উপভোগ করতে পারবে।”
বায়ার্ন মিউনিখের জার্সিতে ৪৫ ম্যাচ খেলে দুটি গোল করেছেন ডায়ার। ক্লাব ও জাতীয় দল মিলিয়েই প্রথম ট্রফি জয়ের খুব কাছাকাছি আছেন তিনি।
বুন্ডেসলিগায় ৩১ রাউন্ড শেষে ২৩ জয় ও ৬ ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। শিরোপাধারী লেভারকুজেন ১৯ জয় ও ১০ ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।
শনিবার লাইপজিগের মাঠে জিতলেই প্রতিযোগিতাটিতে রেকর্ড ৩৪তম শিরোপা জিতবে বায়ার্ন মিউনিখ।