শনিবার থেকে মালয়েশিয়ায় ১৮টি থিয়েটারে চলবে 'দরদ'।
Published : 07 Dec 2024, 10:57 AM
বাংলাদেশে মুক্তির তিন সপ্তাহ পর এবার মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘দরদ’।
শনিবার থেকে মালয়েশিয়ায় ১৮টি থিয়েটারে সিনেমাটি চলবে বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।
এছাড়া পাকিস্তান ও ভারতেও ‘দরদ’র মুক্তির প্রক্রিয়া এগিয়েছে বলে জানিয়েছেন তিনি৷
বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ার পরিবেশকরা জানিয়েছেন, সিনেমাটি নিয়ে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
‘দরদ’র পরিবেশক ও মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্রাভেল এন্ড ট্যুরস পরিচালক এসএম মোয়াজ্জেম হোসেন নিপু বলেন, “মালয়েশিয়ায় আগেও আমরা শাকিব খানের ‘প্রিয়তমা’ এবং ‘তুফান’ চালিয়েছি। প্রবাসীরা শাকিব খানকে ভালোবাসেন। এবারও মালয়েশিয়াতে শাকিব ভক্ত দর্শক ‘দরদ’ দেখার জন্য উপস্থিত থাকবে বলে আশা করছি।”
৮৩ প্রেক্ষাগৃহে 'দরদ', আশাবাদী হল মালিকরা
মালয়েশিয়ার সিনেমার আরেক পরিবেশক জেটিজি এন্টারপ্রাইজের হেড অব মার্কেটিং অর্নীল হাসান রাব্বি জানিয়েছেন, সিনেমা মুক্তি উপলক্ষে মালয়েশিয়ায় যাচ্ছেন শাকিব খান। আগামী রোববার তিনি সেখানকার দর্শকদের সঙ্গে থিয়েটারে বসে ‘দরদ’ দেখবেন।
মালয়শিয়ায় কেএলসিসি, টাইম স্কয়ার ,রাওয়াং,কেলাং, জোহরবারুর সিটি স্কয়ার, ইপু , পেনাং বিএম, পেনাং সিটি, মেলাক্কা, মোয়ার, সেরেম্বান, কুয়ান্তান, সেলায়াং, শাহ আলম আইসিটি, কেলাং বুকিটরাজা, সুবাং সামিট, কোতা টিংগি, বাতু পাহাত থিয়েটারে দরদ দেখান হবে।
আগামী সপ্তাহে ‘দরদ’ মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানেও।
মামুন বলেন, "পাকিস্তানে পরিবেশক নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছিল, কিন্তু আমরা নতুন পরিবেশকের মাধ্যমে আগামী সপ্তাহের মধ্যে সিনেমাটি পাকিস্তানে মুক্তি দিতে পারব বলে আশা করছি। পাশাপাশি ভারতেও মুক্তির প্রক্রিয়া চলছে।"
প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার ঘরানার সিনেমা হল ‘দরদ’। বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের রহস্য উন্মোচনে এগিয়ে যায় সিনেমার গল্প।
‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান। ভারতের বারানসি ও এলাহাবাদে শুটিংয়ের কাজ শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে।
শাকিব ও সোনাল ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে।
আরও পড়ুন:
শাকিবের 'দরদ' পেয়েছে মুক্তির অনুমতি
আন্দোলনের সময় শাকিব যে কারণে দেশের বাইরে ছিলেন
'বউ পাগল' দুলু মিয়ার দেখা মিলবে নভেম্বরে