‘প্রিয়তমা’র সাফল্যের পর ফের শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল।
Published : 23 Oct 2024, 08:48 PM
‘বরবাদ’ সিনেমার দৃশ্যধারণের কাজের জন্য মুম্বাইয়ে পৌঁছেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।
আনন্দবাজার লিখেছে, বৃহস্পতিবার থেকে সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে, যা চলবে মাসখানেক ধরে।
প্রথম দিনের শুটিংয়ে থাকছেন সিনেমার নায়িকা কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
‘প্রিয়তমা’র সাফল্যের পর ফের শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন ওপার বাংলার এই অভিনেত্রী।
‘বরবাদ’র পরিচালক মেহেদী হাসনা হৃদয় আনন্দবাজারকে বলেন, “দর্শকরা এর আগে অনেক অ্যাকশন সিনেমা দেখেছেন। কিন্তু যা হতে চলেছে, সেই ধরনের অ্যাকশন দেখেননি। প্রযোজকদের কাছে যা চেয়েছি, তারা কিছুতে না করেননি।“
সিনেমায় নায়ক-নায়িকা ছাড়াও অভিনয় শিল্পী নির্বাচনসহ আরো বহু বিষয়ে ‘চমক রাখা হয়েছে’ বলে হৃদয়ের ভাষ্য।
হৃদয় চাইছেন আগামী বছরের কোনো একটি ঈদে শাকিব-ইধিকা জুটির দ্বিতীয় সিনেমাটি মুক্তি দিতে।
এর আগে শাকিব বলেছিলেন, “‘বরবাদ’ অতীতের সব রেকর্ড ভাঙবে এই প্রত্যাশা নিয়ে শুরু করছি। ইতোমধ্যেই বেশ ইতিবাচক সাড়া পাচ্ছি।"
আগামী মাসের ১৫ তারিখে মুক্তি পাবে শাকিব খান এবং বলিউডি অভিনেত্রী সোনাল চৌহানের ‘দরদ’ সিনেমাটি। ‘দরদ’ বাংলা ভাষার পাশাপাশি ‘দরদ’ মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায়।
এছাড়া আলফা আই, চরকি, এসভিএফের প্রযোজনায় শাকিবের আরও একটি কাজ শুরু হবে সামনে।
এই কাজটি নিয়ে শাকিবের ভাষ্য, “চিত্রনাট্য খুব ভাল লেগেছে। আমি বরাবরই বুদ্ধিদীপ্ত ও নতুন গল্প খুঁজি যেখানে নতুন করে নিজেকে তুলে ধরতে পারব। এতে নিজের মধ্যে নতুন চ্যালেঞ্জ আনা যায়।"
কোভিড মহামারীর ক্রান্তিকাল পেরিয়ে ইধিকার সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমাটি করে গতবছর শাকিব তার ক্যারিয়ারে জোয়ার আনেন।
এরপর চলতি বছরের রোজার ঈদে মুক্তি পায় শাকিবের ‘রাজকুমার’। এ সিনেমায় শাকিবের নায়িকা কোর্টনি কফি এসেছিলেন যুক্তরাষ্ট্র থেকে। তবে এ সিনেমাটি তেমন ব্যবসা করতে পারেনি জানিয়েছিলেন হল মালিকরা।
পরে কোরবানির ঈদে মুক্তি পাওয়া শাকিবের ‘তুফান’ হয় সুপার হিট। রাফহান রাফীর পরিচালনায় এই সিনেমায় শাকিবের দুই নায়িকার একজন কলকাতার মিমি চক্রবর্তী এবং আরেকজন ঢাকার মাসুমা রহমান নাবিলা। তবে তুফানে অন্যতম চমক হল চঞ্চল চৌধুরীর অভিনয়।
আরও পড়ুন:
কাঁদলেন শাকিব, ঋণী থাকবেন 'প্রিয়তমা' নির্মাতা
শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো, বললেন ইধিকা
আন্দোলনের সময় শাকিব যে কারণে দেশের বাইরে ছিলেন
'বউ পাগল' দুলু মিয়ার দেখা মিলবে নভেম্বরে
শাকিবের 'দরদ' পেয়েছে মুক্তির অনুমতি
মানুষ একা থাকতে পারে না, বিয়ে নিয়ে বললেন শাকিব খান
স্টার সিনেপ্লেক্সে ও যমুনা ব্লকবাস্টারে 'তুফান' এর শো বেড়ে দ্বিগুণ