ইতালি সফরের পর তারা ভারতে যাবেন। ৭ দিনের এই সফর শুরু হবে বৃহস্পতিবার।
Published : 16 Apr 2025, 09:46 PM
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার ভারতীয় বংশোদ্ভুত স্ত্রী ঊষাকে নিয়ে এ সপ্তাহেই ইতালি ও ভারত সফরে যাচ্ছেন।
ইতালিতে ইস্টারের আগের পবিত্র সপ্তাহ (হলি উইক) পালনের পর তারা ভারতে যাবেন বলে সিবিএস নিউজকে জানিয়েছেন জেডি ভ্যান্সের মুখপাত্র।
তাদের ৭ দিনের এই সফর শুরু হবে বৃহস্পতিবার। ইতালি সফরকালে তারা প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বৈঠক করবেন ভ্যাটিকানের সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের সঙ্গে।
ইস্টার সানডে’র আগের নানা অনুষ্ঠানে অংশ নেবেন তারা। তবে পোপ ফ্রান্সিসের সঙ্গে জেডি ভ্যান্স সাক্ষাৎ করবেন কিনা তা স্পষ্ট জানা যায়নি।
পোপ ফ্রান্সিস সম্প্রতি অসুস্থ হয়ে ৩৮ দিন হাসপাতালে ছিলেন। তাছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনা করে এবছরের শুরুর দিকে মার্কিন ক্যাথলিক বিশপকে চিঠিও লিখেছিলেন।
ইতালি সফর শেষে ২১ থেকে ২৪ এপ্রিল ভারতে সফর করতে পারেন ভ্যান্স। তার স্ত্রী ঊষা প্রথম একজন ভারতীয় বংশোদ্ভূত হিসাবে মার্কিন সেকেন্ড লেডি হয়েছেন।
যুক্তেরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভ্যান্সের দ্বিতীয় বিদেশ সফর হবে এটি। ভ্যান্স তার তিন সন্তানকেও এই সফরে নিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
ভারত সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভ্যান্স দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের শুল্কের খাঁড়া ঝুলছে ভারতের ওপরে। এরই মাঝে ভারত সফরে যাচ্ছেন জেডি ভান্স।
শুল্ক নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে সেটি ভান্সের সফরকালে মিটতে পারে কি না তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই আবহে জেডি ভান্সের এবারের ভারত সফরকে বেশ তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ভারত সফরকালে ভ্যান্স পরিবার জয়পুর এবং আগ্রাও পরিদর্শনে যাবেন। সেখানে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।