নিজেকে একজন ‘অরাজনৈতিক’ মানুষ দাবি করে শাকিব বলেছেন, ওই সময়ে দুবাই এবং যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা তার আগে থেকেই ছিল।
Published : 11 Oct 2024, 11:33 PM
জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকে যে সরকার পতন হয়, সেই সময় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের দেশের বাইরে থাকা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা হয়েছে। ওই উত্তাল আন্দোলনের সময় শাকিব কেন দেশের মাটিতে ছিলেন না, সেই ব্যাখ্যা এবার তিনি দিয়েছেন।
নিজেকে একজন ‘অরাজনৈতিক’ মানুষ বর্ণনা করে শাকিব বলেছেন, ওই সময়ে দুবাই এবং যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা তার আগে থেকেই ছিল।
তিনি বলেন, “আমি সব সময় দেশ ও মানুষের পক্ষে আছি এবং তাদের জন্য আমি সব সময় কাজ করে যাচ্ছি।”
কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে শাকিব এসব কথা বলেন।
শাকিব বলেন, “আমার সোশাল মিডিয়ার পাতাটা দেখলেই বোঝা যাবে বাংলাদেশে আন্দোলনের আগেই দুবাই সরকার থেকে আমাকে গোল্ডেন ভিসা ও রেসিডেন্সি দেওয়ার আমন্ত্রণ জানায়। আগে থেকে পরিকল্পনা ছিল দুবাইয়ের কাজ সেরে ছুটি কাটানোর জন্য দুসপ্তাহ যুক্তরাষ্ট্রে থাকব। ওখানে আমার একটা বাসস্থানও রয়েছে। দুবাই গিয়ে প্রথম জানতে পারি দেশের এমন অবস্থা। তৎক্ষণাৎ আমি আমার সোশাল মিডিয়ায় দেশ ও মানুষের পক্ষে থাকার কথা জানিয়েছিলাম। ”
দেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ার পর ‘দেশ এবং গণমানুষের পক্ষে’ একাধিক পোস্ট তিনি সোশাল মিডিয়ায় দিয়েছেন বলেও দাবি করেছেন শাকিব।
বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে শাকিব কেমন আছেন জানতে চাইলে বলেন, “ভালো আছি। আমার কোনো অসুবিধা নাই।”
সরকার পতন পরবর্তী পরিস্থিতি নিয়ে শাকিব কী ভাবছেন প্রশ্নে এই নায়ক বলেছেন, এ ধরনের ঘটনা ঘটলে সবকিছু স্বাভাবিক ছন্দে ফিরতে সময় নেয়।
এ প্রসঙ্গে কলকাতায় আর জি কর কাণ্ডের ঘটনায় সেখানে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’ সিনেমার মন্দাদশার উদাহরণ টেনে শাকিব বলেন, “আমাদের এখানকার একজন শিল্পীর সিনেমা যখন পশ্চিমবঙ্গে মুক্তি পেল, তখনই ওখানকার একটি আন্দোলনের ফলে মুখ থুবড়ে পড়ল সেটা। সব জায়গায় কমবেশি ওলটপালট থাকে। দেশের সংকটে সাধারণ মানুষ প্রতিবাদ করবে, আন্দোলন করবে এটাই স্বাভাবিক।“
শাকিব মনে করেন ভাঙা-গড়ার পালাবদল সাধারণের হাত ধরেই হয়। এই নতুন সময় নিয়ে হতাশ হতে নারাজ নায়ক।
“নতুন কিছু এলে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়। তাই সব কিছু আবার যেভাবে গড়ে উঠছে, আমি আশা করছি সবাই স্বাভাবিক জীবনে ফিরে কাজে মনোযোগী হয়েছেন।“
সব সামলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি আগের চেয়ে আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে বলে আশা করছেন শাকিব।