আগামী ১৪ অক্টোবর লন্ডনের কনসার্টে শুরু হচ্ছে পপ সংগীতের মহাতারকা ম্যাডোনার ‘সেলিব্রেশন ট্যুর’।
Published : 16 Aug 2023, 01:51 PM
যুক্তরাষ্ট্রের পপ তারকা ম্যাডোনা আগেই জানিয়েছিলেন, তার স্থগিত হওয়া ‘ওয়ার্ল্ড ট্যুর’ মোটেও বাতিল হবে না, কারণ তিনি ভক্তদের হতাশ করতে চান না।
এবার এই মহাতারকা জানালেন আগামী ১৪ অক্টোবর লন্ডনে কনসার্টের মাধ্যমে শুরু হচ্ছে তার স্থগিত হওয়া সেই ‘সেলিব্রেশন ট্যুর’।
৮৪ দিনের ট্যুরটি শুরু হওয়ার কথা ছিল গত ১৫ জুলাই, কানাডায়। আর শেষ হওয়ার কথা ছিল মেক্সিকোতে, আগামী বছরের ৩০ জানুয়ারি।
কিন্তু গত ২৯ জুন খবর আসে, মারাত্মক ব্যাক্টেরিয়া সংক্রমণ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন ম্যাডোনা।
এর কদিন বাদে ম্যাডোনার ম্যানেজার গাই ওসেরি জানিয়ে দেন, আপাতত ম্যাডোনার ওয়ার্ল্ড ট্যুর স্থগিত রাখতে হচ্ছে।
এরপর গত ১১ জুলাই সুস্থতার খবর দিয়ে ম্যাডোনা জানান, তিনি শিগগিরই মঞ্চে ফিরবেন এবং ‘ওয়ার্ল্ড ট্যুর’ শুরু হবে আগামী অক্টোবরে।
ম্যাডোনার সেই সেলিব্রেশন ট্যুরের নতুন তারিখ এবং ভেন্যু ঘোষণা করার খবর মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
তবে ম্যাডোনার এই সংগীত যাত্রা খুব একটা মসৃণ হবে বলে মনে হচ্ছে না। কারণ বিভিন্ন শহরে শহরে কনসার্টের তারিখ পেছানোয় পছন্দসই ভেন্যু পেতে এখন সমস্যা হচ্ছে আয়োজকদের।
সেই সঙ্গে হিসেব করতে হচ্ছে বছর শেষের ক্রিসমাসের ছুটির বিষয়টিও। কারণ যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মানুষ ছুটির ওই সময়টায় ভ্রমণ পরিকল্পনা সাজিয়ে রাখেন আগে থেকেই। তাই ওই সময় ম্যাডোনার কনসার্ট হলে দর্শক কতটা থাকবে সেই হিসেবও কষতে হচ্ছে আয়োজকদের।
তাছাড়া ম্যাডোনার কনসার্ট আয়োজনে চাই পছন্দসই ভেন্যু, যেখানে প্রচুর লোকসমাগম সম্ভব। সাউন্ড সিস্টেম, লাইটিং, গান ও নাচের সহশিল্পী, রূপটান শিল্পী, টিমের অনান্য লোকজন মিলিয়ে ব্যাপক লটবহর থাকে ম্যাডোনার সঙ্গে।
বিবিসি জানিয়েছে, ম্যাডোনা ১৪ অক্টোবর লন্ডন থেকে ট্যুর শুরু করে ফ্রান্স, ইতালি, ডেনমার্ক, পর্তুগাল এবং জার্মানিতে শো করবেন। এবং ডিসেম্বরে ফের লন্ডনে ফিরে আরও দুটি শো করবেন।
এরপর যাবেন যুক্তরাষ্ট্র। সেখান থেকে কানাডা এবং মেক্সিকোতে শো করবেন ম্যাডোনা।
’সেলিব্রেশন ট্যুরে’ যুক্তরাষ্ট্রে ম্যাডোনার বেশিরভাগ শো পিছিয়ে গেছে। নতুন তারিখ পেছাতে পেছাতে গিয়ে পড়েছে আগামী বছরে।
এছাড়া টুলসা, স্যান ফ্রান্সিসকো, ফিনিক্স এবং লাস ভেগাসের কয়েকটি শো বাতিলও করা হয়েছে ভেন্যুর অভাবে। কারণ আগের ভেন্যু হাতছাড়া, নতুন যা পাওয়া যাচ্ছে সেগুলোর সঙ্গে শোয়ের তারিখের সামঞ্জস্য করা যাচ্ছে না। ওই সব শহরে যারা টিকেট কেটেছিলেন, তারা টিকেটের দাম ইতোমধ্যে ফেরত পেয়েছেন।
এছাড়া নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের শোগুলোর জন্য নির্ধারিত ভেন্যুতেও পরিবর্তন আনতে হচ্ছে।
আর ভেন্যু বদল না হওয়া কনসার্টের টিকেটের ক্ষেত্রে বলা হয়েছে, আগেরবার যারা শো দেখতে টিকেট কেটেছিলেন, সেই টাকা তারাও ফেরত পাবেন। নতুন কনসার্টের টিকেট কাটার বেলায় তারা অগ্রাধিকার পাবেন।
শুরুর তারিখ ঠিক হলেও, পরে কবে কোথায় কোন কনসার্ট হবে সেই তারিখ এবং সমাপ্তির দিন এখনও জানাননি আয়োজকরা।
‘সেলিব্রেশন ট্যুরে’ ১৯৮৩ সালে প্রকাশিত নিজের নামের প্রথম অ্যালবাম থেকে শুরু করে ২০১৯ সালের ‘ম্যাডোনা এক্স’ অ্যালবামের সুপারহিট সব গানই গাওয়ার পরিকল্পনা রয়েছে ম্যাডোনার। বিভিন্ন শহরে মোট ৩৫টি শো করার পরিকল্পনা আছে তার।
সর্বশেষ ম্যাডোনাকে পারফর্ম করতে দেখা গেয়েছিল ২০১৯ সালের ম্যাডাম এক্স-এর শোগুলোতে। কিন্তু হাঁটু ও কোমরের ইনজুরির কারণে সেসময় বেশ কয়েকটি শো বাতিল করতে হয়। থিয়েটারভিত্তিক এক্সপেরিমেন্টাল সেই ট্যুরের শেষ দশটি শো ছিল প্যারিসে, সেগুলো বাতিল হয় কোভিড মহামারীর কারণে।
২০২০ সালে পর্তুগালের লিসবনে একটি অনুষ্ঠান বাতিল করে দুঃপ্রকাশ করেছিলেন ম্যাডোনা। সেসময় বলেছিলেন, “আমাকে অবশ্যই আমার শরীরের অবস্থাও বুঝতে হবে এবং বিশ্রাম নিতে হবে।”
ম্যাডোনার এবারের অসুস্থতার মূল কারণ ছিল, ট্যুর সামনে রেখে তার মাত্রাতিরিক্ত পরিশ্রম। এ সময়ের পপ তারকা টেইলর সুইফট, পিঙ্কের মত শিল্পীরা যেভাবে মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন, তাদের সঙ্গে টেক্কা দিতে চাইছিলেন ম্যাডোনা।
আর সেই চিন্তা থেকেই স্টুডিওতে অনুশীলনে দিবারাত্রি এক করেছিলেন ৬৪ বছর বয়সী এই তারকা, যা তার শরীরে সয়নি।
টানা ট্যুর এবং দীর্ঘ সময়ে মঞ্চ মাতিয়ে রাখতে নিজেকে ফিট রাখতে চেয়েছিলেন ম্যাডোনা। তাই ব্যায়ামাগারেও সময় দিচ্ছিলেন। বয়সের তুলনায় শক্ত শক্ত সব সরঞ্জাম নিয়ে ব্যায়াম করতেও দেখা গেছে ম্যাডোনাকে। সেই ছবি এসেছে সোশ্যাল মিডিয়ায়।
বেশি অসুস্থ হওয়ায় বাড়িতে অচেতন হয়ে পড়েছিলেন ম্যাডোনা। পরে ইনজেকশন দিয়ে তার চেতনা ফেরানো হয়।
এরপর ডাক্তার, হাসপাতাল, আইসিইউ, ওষুধপত্রের সঙ্গে এক মাস কাটিয়ে আসা ম্যাডোনা জানান, তার মনে হয়েছে, নিজের পরিবার আর বন্ধুদের ভালোবাসাই হল সেরা ওষুধ।
পুরনো খবর
পরিবার ও বন্ধুদের ভালোবাসাই সেরা ওষুধ: ম্যাডোনা
সুস্থ হয়ে উঠছি, মঞ্চে ফিরব শিগগিরই: ম্যাডোনা
ম্যাডোনা হাসপাতালে, ‘ওয়ার্ল্ড ট্যুর’ স্থগিত
‘গ্রেটেস্ট হিটস’ ট্যুরে আসছেন ম্যাডোনা
‘ম্যাটেরিয়াল গার্ল’ ম্যাডোনা: ৬৪ বসন্ত পেরিয়ে