“আমাদের প্রক্রিয়া চলমান আছে, কাজ আগাচ্ছে। সাবটাইটেল হওয়ার পর এই মাসের মধ্যেই আমরা বিস্তারিত জানাতে পারব।”
Published : 09 Apr 2025, 10:44 PM
ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমাটি রিমেক করার আগ্রহ প্রকাশ করেছে ভারতে দক্ষিণী ইন্ডাস্ট্রির একটি প্রযোজনা সংস্থা।
তারা এই সিনেমার ‘রিমেক স্বত্ব’ কিনতে চাইছেন বলে জানিয়েছেন ‘জংলির’ প্রযোজক ও টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি। তবে সবকিছু চূড়ান্ত করে এখনো তাদের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে আরো কিছুদিন সময় প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।
অভি গ্লিটজকে বলেন, "মালয়ালম, তামিল, তেলেগু সিনেমার একটি প্রোডাকশন হাউজ 'জংলি' সিনেমা রিমেক করার জন্য রাইটস কিনতে চাচ্ছে। যদি তারা সেটা কিনে নেন, তাহলে তাদের মত সংযোজন বিয়োজন করে নতুন করে নির্মাণ করবে।"
তবে সেই প্রযোজনা সংস্থার নাম এখনই প্রকাশ করতে চাইছেন না এই প্রযোজক।
অভি বলেন, "প্রোডাকশন হাউসের নামটা এখনই প্রকাশ করতে চাচ্ছি না কারণ এখনো চুক্তিবদ্ধ হইনি। বিভিন্ন বিষয় রয়েছে। তবে আমাদের প্রক্রিয়া চলমান আছে, কাজ আগাচ্ছে। সাবটাইটেল হওয়ার পর এই মাসের মধ্যেই আমরা বিস্তারিত জানাতে পারব।”
দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি থেকে এই প্রস্তাব কীভাবে পেয়েছেন জানতে চাইলে অভি গ্লিটজকে বলেন, "মুম্বাইয়ে ‘জংলির‘পোস্ট প্রোডাকশনের সময় সেখানে একজন প্রযোজক ছিলেন যিনি সিনেমার অংশ বিশেষ দেখে আগ্রহ প্রকাশ করেছেন। কালারের ফাইল প্রসেসিং কাজ চলছিল, তখন এটা দেখে একজন প্রযোজক আগ্রহ প্রকাশ করেন। তখন কিন্তু সাব টাইটেল ছিল না। সেখানে একজন বাংলাদেশি থাকায় তাদের যোগাযোগ করতে আরও সহজ হয়েছে।"
আগামী ২৫ এপ্রিল সাবটাইটেলসহ ‘জংলি’ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে।
অভি বলেছেন সিনেমায় ইংরেজি সাবসাইটেল করা হয়েছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, মালয়েশিয়া, নিউজিল্যান্ডসহ অনেকগুলো দেশে মুক্তি পাচ্ছে।
'জংলি' সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী এবং প্রার্থনা ফারদিন দীঘি।
এম রহিমের পরিচালনায় প্রেম ও প্রতিশোধের গল্পের সিনেমা এটি।
সত্য ঘটনা অবলম্বনে ‘জংলির’ গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও সুকৃতি সাহা।
পরিচালক রহিম এর আগে গ্লিটজকে বলেছেন, সিনেমার গল্পটা এমন যেটা দেখে প্রেক্ষাগৃহ থেকে দর্শক তৃপ্তি নিয়ে বের হবেন, অন্যরকম অনুভূতি তৈরি হবে।
“জংলির গল্প প্রত্যেকটা মানুষের জীবনের সাথে খুব সম্পৃক্ত। সিনেমাটি দেখে মানুষ মনে করবে এটা আমার এলাকার ঘটনা।“
‘জংলির’ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু।
এ সিনেমার চারটি গান রয়েছে। গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। প্রকাশ্যে এসেছে সিনেমাটি দুটি গান ‘জনম জনম’ ও 'বন্ধুগো শোনো'।