‘লে সেরাফিমের’ তিনটি ছোট অ্যালবামের গান দিয়ে সাজানো হয়েছে ট্যুরটি।
Published : 10 Apr 2025, 04:26 PM
চলতি মাস থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া ও উত্তর আমেরিকার বিভিন্ন শহরে মানুষদের গান গেয়ে শোনাবেন আলোচিত কে পপ গার্ল গ্রুপ ‘লে সেরাফিমের’ সদস্যরা।
দ্য কোরিয়া টাইমস লিখেছে, পাঁচ সদস্যের ‘লে সেরাফিমের’ প্রথম এশিয়ার বাইরে সফর হতে চলেছে। এই সফরের নাম রাখা হয়েছে ‘ইজি ক্রেজি হট’।
যা আয়োজন করেছে ‘লে সেরাফিমের’ মিউজিক এজেন্সি ‘সোর্স মিউজিক’
বিজ্ঞপ্তিতে ‘সোর্স মিউজিক’ জানিয়েছে, ‘লে সেরাফিমের’ গানের সফর শুরু হবে দক্ষিণ কোরিয়ার ইনচন দিয়ে। ১৯ ও ২০ এপ্রিল সেখানে গান শোনাবেন ব্যান্ডের গায়িকারা।
এরপর এশিয়ার বিভিন্ন শহর ঘোরার কথা রয়েছে তাদের।
এই সফরের পরের ধাপ শুরু হবে সেপ্টেম্বরে। সে সময় তারা কনসার্ট করবে উত্তর আমেরিকায়। তবে এখনো সেই শহরগুলোর নাম ও কনসার্টের তারিখ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে সোর্স মিউজিক।
মেয়েদের এই ব্যান্ডের তিনটি ছোট অ্যালবামের গান দিয়ে সাজানো হয়েছে সফরটি। অ্যালবামগুলোর একটি হল 'ইজি', যেটি প্রকাশ হয়েছিল গত বছরের ফেব্রুয়ারিতে, 'ক্রেজি' অ্যালবাম প্রকাশ হয় গত বছরের অগাস্টে। আর চলতি বছরের মার্চে এসেছে তাদের 'হট' অ্যালবাম। ট্যুরের নামও দেওয়া হয়েছে এই অ্যালবামের নাম মিলিয়ে।
সোর্স মিউজিক জানিয়েছে, ‘লে সেরাফিম’ তাদের গানগুলোর মধ্য দিয়ে ভক্তদের আনন্দ নিয়ে বাঁচার বার্তা দেবে।
এর আগে কে পপ এই ব্যান্ডটি 'ফ্লেম রাইস' নামের এক ট্যুর করেছিল ২০২৩ সালে। তবে সেটি ছিল শুধু এশিয়ার কয়েকটি শহরে। এই প্রথমবারের মত দলটি এশিয়ার বাইরে পূর্ণাঙ্গ ট্যুরে অংশ নিতে যাচ্ছে। যা উত্তর আমেরিকার তার ভক্তদের জন্য একটি বড় খবর বলে মনে করছে তার এজেন্সি।
২০২২ সালে দল নিয়ে যাত্রা শরু করে ‘লে সেরাফিম’। তিন বছরের পথচলায় শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে ব্যান্ডটি। ব্যান্ডের প্রথম একক গান ছিল ‘ফেয়ারলেস’।
‘লে সেরাফিম’ ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন কিম চে-ওন, সাকুরা, হহু ইউন-জিন, কাজুহা এবং হং ইউন-চে।