১৯ সেপ্টেম্বর চরকি ও হইচইয়ে মুক্তি পাবে তুফান।
Published : 11 Sep 2024, 12:20 PM
ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচইয়ে আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘হিট’ সিনেমা ‘তুফান’।
দুটি কোম্পানির পক্ষ থেকেই জানানো হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ওটিটির পর্দার দেখা যাবে ‘তুফান’।
এক বিজ্ঞপ্তিতে চরকি ও হইচই জানিয়েছে, গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া রায়হান রাফী নির্মিত ব্লকবাস্টার ‘তুফান’ সিনেমাটি অনেক দর্শকেরই এখনো দেখা হয়ে ওঠেনি। এবার যে কোনো জায়গা থেকে সিনেমাটি দেখতে পারবে দর্শক।
শাকিব খান বলেন, "'তুফান' নিয়ে আমরা প্রথম থেকেই খুব আশাবাদী ছিলাম যে এটা ব্যবসাসফল সিনেমা হবে। দর্শক আমাদেরকে ভুল প্রমাণ করেনি। প্রেক্ষাগৃহে যারা দেখতে পারেননি তারা ওটিটিতে দেখবেন নিশ্চয়। সেই সাথে আমার দর্শকের আছে অনুরোধ থাকবে, কোনো রকম অসৎ পন্থায় সিনেমটি দেখবেন না। আশা করছি, দর্শক এবারও নিরাশ করবে না আমাদের।"
এই সিনেমা দিয়ে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তুফানে অভিনয়ের জন্য দারুণ প্রশংসিত হয়েছেন ‘আয়ানাবাজি’ সিনেমা দিয়ে খ্যাতি কুড়ানো এই অভিনেত্রী।
নাবিলা বলেন, "তুফান মুক্তির পর থেকে দর্শকদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তাতে আমি কৃতজ্ঞ ও উচ্ছ্বসিত। তুফান এখন ওটিটিতে মুক্তি পেতে যাওয়ায় দর্শকরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সিনেমাটা দেখতে পারবেন। এটা অনেক আনন্দের।"
শাকিবের বিপরীতে এই সিনেমায় আরও অভিনয় করেছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী।
মিমি বলেন, "তুফানের জার্নি যে এখনও অব্যাহত আছে সেটা দেখে বেশ ভালো লাগছে। হলে অসাধারণ সাড়ার পর এবার ওটিটিতে আসছে।"
পরিচালক রায়হান রাফী আগেই জানিয়েছিলেন, ‘তুফান’ তার একটি ড্রিম প্রজেক্ট।
তিনি বলেন, "তুফান সিনেমা নিয়ে আমরা অনেক পরিশ্রম করেছি। সেই পরিশ্রমের ফলও আমরা পেয়েছি আমাদের দর্শকদের মাধ্যমে। মুক্তির পর দেশে-বিদেশে তুফানকে ব্লকবাস্টার বানিয়েছেন দর্শকরা। এই সাফল্যে আমার অভিজ্ঞতার ঝুলিতে নতুন কিছু যোগ হয়েছে।"
দেশের প্রেক্ষাগৃহে এখনো চলছে সিনেমাটি। গত বছরের ১৭ জুন মুক্তির পর দেশের ১০০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি চলেছে।
এরপর যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন, কানাডাসহ ১৫টি দেশে ‘তুফান’ পৌঁছে যায়। তাছাড়া আগামী ১৩ সেপ্টেম্বর ভয়ার্তের বিহারে হিন্দি ভাষায় মুক্তি দেওয়া হবে সিনেমাটি।
রায়হান রাফির গল্প ও আদনান আদিব খানের চিত্রনাট্যে ’তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। এ সিনেমায় বিশেষ আকর্ষণ ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ আরো অনেকে অভিনয় করেছেন।
সিনেমার পাঁচটি গানের মধ্যে ‘লাগে উরাধুরা’, ‘দুষ্টু কোকিল’সহ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া তোলে।
‘তুফান’ প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করেছে এসভিএফআর। এছাড়া পরিবেশক প্রতিষ্ঠান হল আলফা আই স্টুডিওস লিমিটেড।