৬৫ বছর বয়সী সানি দেওল পর্দায় হনুমানের চরিত্র ফুটিয়ে তুলতে কোনো খামতি রাখতে চান না, তাই ট্রেইনারের সহযোগিতায় শুরু করেছেন শরীর চর্চা।
Published : 28 Oct 2023, 09:58 AM
বলিউড ইন্ডাস্ট্রিতে 'রামায়ণ' নিয়ে কাজ করতে নির্মাতাদের আগ্রহের কমতি সেই। মাসখানেক আগে নির্মাতা ওম রাউতের 'আদিপুরুষ' বক্স অফিসে 'মুখ থুবড়ে' পড়লেও পৌরাণিক কাহিনীটি নিয়ে নতুন করে আগ্রহী পরিচালক নীতিশ তিওয়ারি।
রামায়ণ মহাকাব্যের প্রেক্ষাপটে নির্মিত এই পৌরাণিক সিনেমায় রাম-সীতা-রাবণের খোঁজ পেলেও তিওয়ারি বিপদে পড়েছিলেন হনুমান নিয়ে।
কাউকে গুরুত্বপর্ণ এই চরিত্রের জন্য যুতসই মনে হচ্ছিল না এই নির্মাতার। দীর্ঘ সময় ধরে চলেছে খোঁজাখুজি। অবশেষে সমস্যা মিটেছে।
টাইমস অব ইন্ডিয়া বলছে, 'হনুমান' হচ্ছেন 'গদর' অভিনেতা সানি দেওল। তবে সেজন্য চওড়া পারিশ্রমিত হাঁকাচ্ছেন তিনি।
সানি এই চরিত্রের জন্য চাইছেন ৪৫ কোটি রূপি। এখনো চুক্তিতে সইসাবুদ করেননি সানি, চলছে দর কষাকষি।
তবে পর্দায় 'আদর্শ হনুমান' হয়ে উঠতে নিজেকে তৈরি করতে শুরু করেছেন ধর্মেন্দ্র পুত্র সানি। ৬৫ বছর বয়সী এই অভিনেতা হনুমানের চরিত্র ফুটিয়ে তুলতে কোনো খামতি রাখতে চান না। তাই ট্রেইনারের সহযোগিতায় শুরু করেছেন শরীর চর্চা।
এ সিনেমায় রাম হয়ে পর্দায় আসছেন রাণবীর কাপুর। সীতার চরিত্রে দেখা যাকে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীবকে। আর 'রাবণ' হবেন 'কেজিএফ' তারকা যশ।
‘গদার-২’ সিনেমা দিয়ে এখন আলোচনায় রয়েছেন সানি। আগামীতে তাকে দেখা যাবে 'লাহোর ১৯৪৭' নামের একটি চলচ্চিত্রে।
রাজকুমার সন্তোষী পরিচালিত 'লাহোর ১৯৪৭' প্রযোজনা করবেন তারকা অভিনেতা আমির খান।