গত দুই বছরের কেবল কলকাতার কাজ না সিনেমা-সিরিজ মিলিয়ে কমপক্ষে ২২টা কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
Published : 08 Nov 2024, 09:17 AM
পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর অভিনয় থেকে ‘অবসর নেওয়া নিয়ে’ যে ‘ভুল বোঝাবুঝি’ তৈরি হয়েছিল প্রায় দুবছর আগে, সেই প্রসঙ্গে ফের কথা বলেছেন তিনি।
অভিনেতার ভাষ্য, এবার তিনি সত্যিই অভিনয় থেকে অবসর নেওয়ার তাগিদ অনুভব করছেন। এর কারণ তার করার মত কোনো চরিত্রের চিত্রনাট্য হাতে আসছে না।
এর আগে ২০২৩ সালের জানুয়ারি মাসে ঢাকা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এসে এক সাক্ষাৎকারে সব্যসাচী গ্লিটজকে বলেছিলেন, “আমার সময় শেষ। এখন রিটায়ার্ড। এখন অবসরপ্রাপ্ত।”
অবশ্য পরে সব্যসাচী বলেন, অভিনয় থেকে নয়, তিনি ফেলুদা থেকে বিদায় নিতে চান। বাংলাদেশের সংবাদমাধ্যমে তার বক্তব্য ‘ভুলভাবে উপস্থাপন করা হয়েছে’ বলেও জানিয়েছিলেন তিনি।
মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র– সব মাধ্যমেই কাজ করা সব্যসাচীর বাংলা, হিন্দি, তামিল মিলিয়ে অভিনীত সিনেমার সংখ্যা একশর কাছাকাছি; সেই সংখ্যা আর বাড়াতে চাইছেন না সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি ‘ফেলুদা’ খ্যাত এই অভিনেতা। কয়েক বছর ধরে পরিচালকরা চিত্রনাট্য নিয়ে সব্যসাচীর দ্বারস্থ হলেও, তিনি সেসব ফিরিয়ে দিচ্ছেন অবলীলায়।
আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে সব্যসাচী বলেন “কোনো কিছুই এখন ভালো লাগছে না। কাজ কমিয়ে দিলাম। ফেলুদা আর করলাম না। ফলে ভালো লাগার জায়গাটাও বন্ধ হয়ে গেল।
“এখন আমি অবসর গ্রহণ করতে চাইছি। কারণ, আমার এখন আর করার মত কোনো চরিত্র নেই।”
সব্যসাচী জানিয়েছেন তার অবসর নেওয়ার সিদ্ধান্তে সব থেকে বেশি আপত্তি জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী মিঠু চক্রবর্তী।
“পরিবারের প্রত্যেকেরই খুব আপত্তি। সবচেয়ে বেশি প্রতিক্রিয়া জানিয়েছেন আমার স্ত্রী। কারণ তিনি মনে করেন আমি খিটখিটে বুড়ো হয়ে বাড়িতে বসে থাকব।”
চরিত্রের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ কী জানতে চাইলে সব্যসাচী বলেন, “আমাকে বলা হয় আপনি না থাকলে সিনেমাটা হবে না। কী চরিত্র জিজ্ঞাসা করতে বলা হল, হিরোর বাবা। দেখা যাবে, হয়তো তার আগের সিনেমালোতেও একই চরিত্র এবং একই সংলাপ। আমার যুক্তি, নতুন কিছু না হলে আমি অভিনয় করব না।“
এর মধ্যে খবর আসে ‘দেবী চৌধুরানী’ সিনেমায় সব্যসাচী শুটিং করেছেন।
‘দেবী চৌধুরানী’ কেন প্রশ্নে সব্যসাচীর ভাষ্য, এই সিনেমার পরিচালক শুভ্রজিৎ মিত্রের কাজের তিনি ‘ভক্ত’। তাই শুভ্রজিৎকে তিনি ‘না বলতে পারেননি’।
সব্যসাচী জানিয়েছেন, গত দুই বছরে কেবল কলকাতার কাজ না, বলিউডকেও সিনেমা-সিরিজ মিলিয়ে কমপক্ষে ২২টা কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
“ফোন এলে সোজা বলে দিই, আমি এখন কাজ করছি না। ইচ্ছে হলে আমি ফোন করে নেব। বাংলার তুলনায় বলিউডের বেশি কাজ ফিরিয়েছি। কাজ করব না মানে বাংলা, হিন্দি কোথাও করব না”
বাড়িতে কীভাবে সময় কাটান জানতে চাইলে অভিনেতা বলেছেন তার কাজের অভাব নেই।
“তিনটা বই লিখে ফেলেছি। বাবার নাটকের সংগ্রহ তৈরি করলাম। শারদীয়ায় লিখলাম। বাড়িতে সিনেমা দেখি। আগে শুটিংয়ের জন্য খেলা দেখার সময় পেতাম না। এখন বাড়িতে ক্রিকেট এবং ফুটবল দেখি। ফর্মুলা ওয়ান, টেনিসও দেখি। ইলেকট্রনিক কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি।”
এসব নিয়ে দারুণ সময় কেটে যায় বলে মন্তব্য করেছেন সব্যসাচী।
চলতি বছরের মার্চে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সব্যসাচী। সেসময় অভিনেতার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। তিন মাস ঘরবন্দি হয়ে বিশ্রাম নিয়েছেন তিনি। এর মধ্যে তার স্ত্রী মিঠু চক্রবর্তীও অসুস্থ হয়ে পড়েন।
সব্যসাচী বলেন, "শারীরিকভাবে এখন ভালোই আছি, তাই ‘দেবী চৌধুরানীর’ শুটিং করছি। তবে এক মাস আগে আমার স্ত্রীর ক্যানসারের অস্ত্রোপচার হয়। সব মিলিয়ে একদম জর্জরিত হয়ে গিয়েছিলাম।"
আরও পড়ুন:
সব্যসাচী হাসপাতালে, 'বসানো হয়েছে পেসমেকার'
'আমার সময় শেষ', বললেন সব্যসাচী
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু
'ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ গণ্ডি
এবার ঢাকায় সব্যসাচী-সুবর্ণার 'গণ্ডি'
চেহারার জন্য কেউ এমন চরিত্রে ডাকেনি: সব্যসাচী
ফেলুদার পর এবারই বাংলাদেশের ছবির সেটে জন্মদিনের কেক কাটলাম
আমি ফেলুদা নই: সব্যসাচী চক্রবর্তী
'গণ্ডি'তে জুটিবদ্ধ হলেন সব্যসাচী-সুবর্ণা