নির্মিত হচ্ছে ‘ভুবন মাঝি’খ্যাত নির্মাতা ফাখরুল আরেফিনের দ্বিতীয় চলচ্চিত্র ‘গণ্ডি’।
Published : 07 Aug 2019, 07:26 PM
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’ নির্মাণ করে বেশ প্রশংসিত হয়েছিলেন নির্মাতা ফাখরুল আরেফীন। পরমব্রত চট্টোপাধ্যায় ও অপর্ণা ঘোষ অভিনীত চলচ্চিত্রটি দেশে ও বিদেশে দর্শকনন্দিত হয়। এ নির্মাতার দ্বিতীয় চলচ্চিত্র ‘গণ্ডি’তে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেলুদাখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।
রোমান্টিক-কমেডি ঘরানার চলচ্চিত্রটির কাহিনি গড়ে উঠেছে তাদের দু’জনকে ঘিরেই। মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষের গল্পে তাদের দেখা যাবে বড়পর্দায়। অবসরে থাকা এই বয়সে দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এটাই উঠে আসবে চলচ্চিত্রটিতে।
ফাখরুল আরেফীন খান জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে টানা ১২দিন ঢাকার বেশ কয়েকটি লোকেশনে ছবিটির দৃশ্যধারণ হবে। সেখানে থাকবেন সব্যসাচী, সুবর্ণা মুস্তাফা সহ আরও অনেকে।
বাংলাদেশের এই ছবিতে অভিনয় প্রসঙ্গে সব্যসাচী চক্রবর্তী বলেন, “ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গেল মার্চে বাংলাদেশের কক্সবাজরের ছবিটির কিছু অংশের চিত্রায়ন হয়েছে। এবারের পুরো ছবির দৃশ্যধারণ হবে। আশা করছি বেশ ভালো একটি চলচ্চিত্র হবে। পাশাপাশি এই ছবিতে আমার সহশিল্পী হিসেবে আমি পেয়েছি বাংলাদেশের গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে।”
সুবর্ণা মুস্তাফা বলেন, “ছবিটির বিষয় বৈচিত্র ভালো। পাশাপাশি একদল তরুণ এই ছবির পেছনে কাজ করছেন। তারা প্রত্যেকেই ছবিটির জন্য যথেষ্ট পরিশ্রম করছে। এমন গল্পের ছবিটি দর্শকের কাছে ভালো লাগবে বলে আমার বিশ্বাস।”
‘গণ্ডি’ ছবিতে আরও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, আমান রেজা প্রমুখ।