এই সিনেমাটি দিয়েই প্রায় ১৭ বছর পর বড় পর্দায় ফিরছেন শাওন।
Published : 05 Jul 2024, 04:13 PM
সাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুর পর থেকে নাটক-সিনেমার পর্দা থেকে প্রায় হারিয়ে যেতে বসা অভিনেত্রী মেহের আফরোজ শাওন অভিনয়ে ফিরছেন। শাওনের এই প্রত্যাবর্তন ঘটছে চলচ্চিত্র দিয়ে।
বড় পর্দায় শাওনকে সর্বশেষ দেখা গেছে ২০০৭ সালে তার প্রয়াত স্বামী হুমায়ূনের ‘জল জোছনা’ সিনেমায়। এরপর অনেক নাটকে শাওন অভিনয় করলেও, চলচ্চিত্রে তার অনুপস্থিতি ছিল। সেই হিসেবে শাওন সিনেমায় ফিরছেন ১৭ বছর পর।
শাওনের নতুন সিনেমার নাম ‘নীল জোছনা’, এখানে আইনজীবীর চরিত্রে কাজ করেছেন তিনি। এই সিনেমায় আরো অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী পাওলি দাম এবং বাংলাদেশের গায়ক-অভিনেতা পার্থ বড়ুয়া।
ফাখরুল আরেফীন খানের পরিচালনায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে গত ৩০ জুন থেকে।
ফাখরুল আরেফীন খান গ্লিটজকে বলেন," প্রায় পাঁচদিনের শুটিং শেষ। পুরান ঢাকার নারিন্দা, সদরঘাট এলাকায় শুটিং হয়েছে। আরও ১০ থেকে ১২ দিনের টানা শুটিং চলবে।"
শাওনকে কীভাবে কাজে যুক্ত করলেন প্রশ্নে পরিচালক বলেন," গল্প, চিত্রনাট্য পছন্দ করেই তিনি এই সিনেমায় যুক্ত হয়েছেন। আমার সিনেমা দিয়ে শাওন বড় পর্দায় ফিরছে এটা ভালোই হল। শুধু এতটুকু নিশ্চিত করতে পারি এই গল্প এবং চরিত্রের সঙ্গে শাওনের কামব্যাক খুব অসাধারণ হবে।"
সরকারি অনুদানের এ সিনেমা নির্মিত হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। সিনেমার প্রধান নারী চরিত্র লায়লার ভূমিকায় দেখা যাবে পাওলিকে।
পাওলির শুটিং প্রায় শেষ জানিয়ে আরেফীন বলেন," পাওলি অনেক আগেই বাংলাদেশে এসেছেন। তার অল্প কিছু কাজ বাকি আছে।"
তিনি আরও বলেন," প্যারাসাইকোলজির এই গল্পের সঙ্গে পাওলি খুব ভালোভাবে ম্যাচ করে গেছেন। সে কারণে এই চরিত্রের জন্য তাকে নির্বাচিত করা।"
সিনেমার এই চরিত্রগুলো নিয়ে প্রায় ছয় বছর ধরে চিন্তাভাবনা করা হয়েছে বলেও জানান আরেফীন।
“আমি যখন মোশতাক আহমেদের উপন্যাসটি পড়ি, তখনই চিন্তা করি সিনেমা বানানোর। প্যারাসাইকোলজি নিয়ে এর আগে বাংলাদেশে তেমন কোনো কাজ হয়নি। গত বছরের শুরু থেকে সিনেমা নিয়ে কাজ শুরু করি।”
পার্থ এই সিনেমায় একজন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছেন। পরিচালক আরেফীন মনে করছেন চিকিৎসক তরফদারের ভূমিকায় দারুণ মানিয়ে গেছেন পার্থ।
'নীল জোছনা' সিনেমায় বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, এসএম নাঈম।
এর আগে ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’ এবং ‘জেকে ১৯৭১’ সিনেমা বানিয়ে আলোচনায় এসেছেন আরেফীন খান। ‘নীল জোছনা’ হবে তার চতুর্থ সিনেমা।