আগামী ৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।
Published : 01 Dec 2023, 08:30 AM
ডিসেম্বরের প্রথম সপ্তাহে কলকাতা শহর সেজে উঠবে সিনে উৎসবের সাজে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় এবারের উৎসবের ‘থিম সং’ গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং।
বুধবার সন্ধ্যায় রবীন্দ্র সদনে এক সংবাদ সম্মেলনে অরিজিতের ‘থিম সং’ গাইবার বিষয়টি উৎসব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
আনন্দবাজার জানিয়েছে, আগামী ৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান, এ আয়োজনের পর্দা নামবে ১২ ডিসেম্বর।
আয়োজকেরা জানিয়েছেন, সালমান খান, অনিল কাপুর, কমল হাসান, শত্রুঘ্ন সিন্হা, সোনাক্ষী সিন্হা, সৌরভ গাঙ্গুলি এবং মহেশ ভাটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। শহরের ২৩টি প্রেক্ষাগৃহে ২১৯টি সিনেমা প্রদর্শিত হবে উৎসবে।
গত কয়েক বছরে গুণগত দিক থেকে কলকাতা চলচ্চিত্র উৎসব আরও উন্নত হয়েছে জানিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “পৃথিবীর অন্য কোনো চলচ্চিত্র উৎসবে একসঙ্গে ১৫ হাজার মানুষ সিনেমা দেখেন না। মুখ্যমন্ত্রীর ভাবনাতেই সেটা সম্ভব হয়েছে।”
এই প্রথম উৎসবের ‘বেঙ্গলি প্যানোরামা’ বিভাগে পুরস্কার দেওয়া হবে। সঙ্গে থাকছে সাড়ে সাত লাখ রুপির পুরস্কারমূল্য এবং ‘গোল্ডেন রয়্যাল বেঙ্গল ট্রফি’।
অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, “হয়ত অনেক আগেই আমাদের উদ্যোগী হওয়া উচিত ছিল। অবশেষে সেটা বাস্তবায়িত হওয়ায় আমি অত্যন্ত খুশি।”
উৎসবের বিশেষ আয়োজনে থাকছে প্রয়াত চলচ্চিত্রকার মৃণাল সেনের সিনেমা। মৃণালের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার পরিচালিত কিছু সিনেমা দেখানো হবে উৎসবে।
মৃণাল সেন এছাড়াও শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানাতে দেব আনন্দ, মুকেশ, শৈলেন্দ্রের সিনেমা থাকছে উৎসবে। মৃণাল সেনকে নিয়ে ‘দ্য ম্যাভেরিক’ এবং গগনেন্দ্র প্রদর্শন শালায় দেব আনন্দকে নিয়ে ‘এভারগ্রিন দেব আনন্দ’ শীর্ষক দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
কলকাতা চলচিত্র উৎসবে অতিথি তালিকায় নতুন মুখ
‘হোমেজ’ বিভাগে দেখানো হবে সৌমেন্দু রায়-সহ আরো চার ব্যক্তিত্বের সিনেমা।
৯ ডিসেম্বর ‘সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা’ দেওয়ার কথা লরেন্স কার্দিশের। উৎসবে থাকছে ‘ইন সার্চ অব আইডেন্টিটি’ এবং পরিবেশ বিষয়ক সিনেমা নিয়ে দুটি বিশেষ বিভাগ।
উদ্যোক্তারা জানিয়েছেন, উৎসবের ‘মাস্টার ক্লাস’-এ অংশ নেবেন অভিনেতা সৌরভ শুক্ল, মনোজ বাজপেয়ী এবং পরিচালক সুধীর মিশ্র। উৎসবে ‘কেনেডি’ সিনেমাটি প্রদর্শন উপলক্ষে উপস্থিত থাকবেন পরিচালক অনুরাগ কাশ্যপ।