এখন স্পটিফাইতে অরিজিতের অনুসারীর সংখ্যা ১১ কোটি ৭২ লক্ষ ১১ হাজার ১৫৪ জন।
Published : 12 Aug 2024, 09:10 AM
অনলাইনে গান শোনার প্ল্যাটফর্ম ‘স্পটিফাইয়ে’ অনুরাগীর সংখ্যার নিরিখে যুক্তরাষ্ট্রের পপ তারকা টেইলর সুইফটকে পেছনে ফেলে শীর্ষে পৌঁছে গেলেন ভারতীয় গায়ক অরিজিৎ সিং।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, এখন স্পটিফাইতে অরিজিতের অনুসারীর সংখ্যা ১১ কোটি ৭২ লক্ষ ১১ হাজার ১৫৪ জন।
অন্যদিকে দ্বিতীয়স্থানে থাকা সুইফটকে অনুসরণ করছেন ১১ কোটি ৭১ লক্ষ ৮৯ হাজার ৯৯৯ জন।
গত বছর অগাস্টে স্পটিফাইতে অরিজিতের অনুসারীর সংখ্যা ছিল সাড়ে আট কোটির আশপাশে। মাত্র এক বছরে এই শিল্পীর অনুসারীর সংখ্যা বেড়েছে লাফিয়ে লাফিয়ে।
তবে চলতি বছরে ‘ইরাস ট্যুর’ নিয়ে দেশে দেশে করসার্ট করে দারুণ সাড়া ফেলেছেন সুইফট।
এই তালিকায় তিন নম্বর রয়েছেন এড শিরান, এই প্ল্যাটফর্মে তার অনুরাগীর সংখ্যা ১১ কোটি ৫০ লাখের আশেপাশে। বছরখানেক আগেও এই তালিকায় ১ নম্বরে ছিলেন এড শিরান।
এখন এ তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আরিয়ানা গ্র্যান্ডে এবং বিলি আইলিশ। যদিও এই দুজন ১০ কোটির গণ্ডি পার হতে পারেননি।
কয়েকদিন আগে খবর এসেছিল, অরিজিৎ অসুস্থ। সেজন্য অগাস্ট মাসের দেশ-বিদেশের সব কনসার্ট বাতিল করেছেন তিনি।
তবে কি ধরনের অসুখে অরিজিৎ ভুগছেন, তা তিনি খোলাসা করেননি।
এরইমধ্যে ডুয়ার্সের এক রেস্তোরাঁ থেকে অরিজিতের তোলা ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। গায়কের অসুস্থতার খবরে উদ্বেগে থাকা অনুরাগীরা তার ঘুরে বেড়ানোর ছবি দেখে স্বস্তি পেয়েছেন।
টালিগঞ্জ ও বলিউডে প্লেব্যাক সিঙ্গার হিসেবে দীর্ঘদিন ধরে রাজত্ব করছেন অরিজিৎ।
সিনেমার প্লেব্যাক করে তুমুল খ্যাতি পাওয়া এই শিল্পী সাধারণ জীবনযাপন পছন্দ করেন। বলিউডি ইন্ডাস্ট্রির জমকালো অনুষ্ঠানেও তাকে সাদামাটাভাবে উপস্থিত হতে দেখা যায়।
ব্যক্তিজীবনে কৃচ্ছ্রসাধনে বিশ্বাসী অরিজিতের বার্ষিক আয় ৭২ কোটি রুপি। মুম্বাইয়ে চারটি ফ্ল্যাট থাকলেও তিনি থাকেন নিজের গ্রাম মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সন্তানদের মুম্বাইয়ের স্কুলে ভর্তি করেননি, তারাও জিয়াগঞ্জে পড়ে।
গ্যারেজে রেঞ্জ রোভার ভগ, হামার এইচ ৩ এবং মার্সিডিজ বেঞ্জের মত বিলাসবহুল গাড়ি রেখে চলাফেরা করেন বাইক বা লোকাল ট্রেনে।
কাজ ছাড়া প্রায় পুরোটা সময় জিয়াগঞ্জেই থাকেন অরিজিৎ। বেশ কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত আছেন এই গায়ক।
পুরনো খবর
অরিজিৎ 'অসুস্থ', অগাস্টের সব কনসার্ট বাতিল
মঞ্চে দাঁড়িয়ে নখ কেন কাটতে গেলেন অরিজিৎ?
বছরে রোজগার ৭২ কোটি, প্রথম কাজ আলোর মুখ দেখেনি আজও