কনসার্ট বাতিল করার জন্য তার শ্রোতা অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে অরিজিৎ।
Published : 03 Aug 2024, 01:01 PM
কিছুদিন ধরে শরীর ভালো যাচ্ছে না ভারতীয় গায়ক অরিজিৎ সিংয়ের, চিকিৎসাও চলছে। তাই বিশ্রামের জন্য চলতি মাসের সব কনসার্ট বাতিল করেছেন এই গায়ক।
সংবাদ প্রতিদিন লিখেছে, সোশাল মিডিয়ায় গায়ক নিজেই এই খবর জানিয়েছেন। এবং কনসার্ট বাতিল করার জন্য তার শ্রোতা অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে।
অরিজিৎ লিখেছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার অসুস্থতার কারণে অগাস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে আমাকে। আমি জানি, আপনারা সবাই এই শোগুলোর জন্য ভীষণভাবে অপেক্ষা রয়েছেন। কিন্তু আমি অন্তর থেকে ক্ষমা চাইছি। আপনাদের এই এত ভালোবাসা এবং সমর্থনই কিন্তু আমার একমাত্র শক্তি।”
তিনি আরো লিখেছেন, “আমাকে বোঝার জন্য, এতটা নিঃশর্ত ভালোবাসা এবং ধৈর্য ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। চলুন, এই থমকে যাওয়াটাকে একটি প্রতিজ্ঞায় পরিণত করি, যেখানে আমাদের দেখা হওয়াটা আরও ম্যাজিক্যাল হয়ে উঠবে।”
তবে টালিগঞ্জ ও বলিউডে প্লেব্যাক সিঙ্গার হিসেবে দীর্ঘদিন ধরে রাজত্ব করা অরিজিৎ সিংয়ের ঠিক কী হয়েছে তা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে কোনো খবর আসেনি।
তবে সেপ্টেম্বর মাসে বিদেশের মাটিতে তার আগামী কনসার্টের তারিখও জানিয়ে দিয়েছেন এই গায়ক।
সিনেমার প্লেব্যাক করে তুমুল খ্যাতি পাওয়া অরিজিৎ সাধারণ জীবনযাপন পছন্দ করেন। বলিউডি ইন্ডাস্ট্রির জমকালো অনুষ্ঠানেও তাকে সাদামাটাভাবে উপস্থিত হতে দেখা যায়।
ব্যক্তিজীবনে কৃচ্ছ্রসাধনে বিশ্বাসী অরিজিতের বার্ষিক আয় ৭২ কোটি রুপি। মুম্বাইয়ে চারটি ফ্ল্যাট থাকলেও তিনি থাকেন নিজের গ্রাম মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সন্তানদের মুম্বাইয়ের স্কুলে ভর্তি করেননি, তারাও জিয়াগঞ্জে পড়ে।
গ্যারেজে রেঞ্জ রোভার ভগ, হামার এইচ ৩ এবং মার্সিডিজ বেঞ্জের মত বিলাসবহুল গাড়ি রেখে চলাফেরা করেন বাইক বা লোকাল ট্রেনে।
কাজ ছাড়া প্রায় পুরোটা সময় জিয়াগঞ্জেই থাকেন অরিজিৎ। বেশ কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত আছেন এই গায়ক।