পারিবারিক পূর্ব শত্রুতার কারণে নাকি ছিনতাইয়ের উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে সেটি পুলিশ খতিয়ে দেখাছে।
Published : 20 Apr 2025, 02:12 PM
চট্টগ্রামে পেট্রোল বোমায় সিএনজি চালিত অটোরিকশার দুই নারী যাত্রীর দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে, তার পেছনে কোনো ‘রাজনৈতিক কারণ নেই’ বলে মনে করছে পুলিশ।
রোববার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- লায়লা বেগম (৫০) ও ঝরনা বেগম (৩০)। তারা রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এই ঘটনাটি তাদের কাছে ‘রাজনৈতিক’ বলে মনে হচ্ছে না। পারিবারিক পূর্ব শত্রুতার কারণে নাকি ছিনতাইয়ের উদ্দেশ্যে এটা করা হয়েছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ভোরে দগ্ধ দুই নারীকে হাসপাতালে আনা নেওয়া হয়। তাদের যারা এনেছেন, তারা বলছেন- ওই নারীদের বহনকারী অটোরিকশা লক্ষ্য করে ‘পেট্রোল বোমা’ ছোড়া হয়েছিল।
অটোরিকশা চালক মো. জামি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি রাউজান থেকে কুতুবদিয়া মালেক শাহ হুজুরের মাজারে যাচ্ছিলেন যাত্রী নিয়ে। তার গাড়িতে তিনজন নারী, দুজন পুরুষ ও এক শিশু ছিলেন।
জামির ভাষ্য, আতুরার ডিপো পেট্রোল পাম্প পার হবার সময় তার গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হয়। বোমাটি পেছনের আসনে গিয়ে পড়ে।
হামলাকারীরা তিনজন ছিলেন এবং তারা মুখ বাধা অবস্থায় মোটরসাইকেলে করে এসেছিল বলে দাবি চালক জামির।
এ বিষয়ে দুপুরে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, “বিষয়টি আমাদের কাছে রাজনৈতিক বলে মনে হচ্ছে না। ওই অটোরিকশায় রাজনৈতিক কেউ ছিল না, নারী ও শিশু যাত্রী ছিল। যে মোটরসাইকেল থেকে বোতল ছুড়ে মারা হয়েছিল সেটি হাটহাজারি থেকে অটোরিকশাটিকে অনুসরণ করে নগরীর দিকে এসেছে। আমিন জুট মিলের কাছে গিয়ে পেট্রোল বোমা জাতীয় বোতল ছুড়ে মারে।”
ওসি আরিফুর বলেন, পারিবারিক কোনো বিরোধ বা পূর্ব শত্রুতার কারণ নাকি ছিনতাইয়ের উদ্দেশে এ ধরনের ঘটনা ঘটেছে সেটি পুলিশ খতিয়ে দেখছে।