শুক্রবার প্রথমদিনের পরিবেশনায় কাভিশের সঙ্গে থাকছে দেশের দুই ব্যান্ড শূন্য ও লেভেল ফাইভ।
Published : 24 Jan 2025, 02:25 PM
‘ঢাকা ড্রিমস’ কনসার্টে গান গাইতে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তানের ব্যান্ড ‘কাভিশ’।
শুক্রবার রাতে রাজধানীর সেনা প্রাঙ্গণে পারফর্ম করবে ব্যান্ডটি। এই কনসার্ট দিয়ে তাদের বাংলাদেশ যাত্রা হতে চলেছে প্রথমবারের মত।
কনসার্টের আয়োজক ‘ব্লু ব্রিক কমিউনিকেশন’র সিনিয়র এক্সকিউটিভ ব্র্যান্ডিং শারাফ আনজুম হিলিদিতা গ্লিটজকে জানিয়েছেন, বুধবার রাতে বাংলাদেশে এসে পৌঁছেছে ‘কাভিশ’। পরপর দুইদিন ঢাকার শ্রোতাদের গান শোনাবেন কাভিশের শিল্পীরা।
হিলিদিতা বলেছেন, প্রথমদিনের পরিবেশনায় কাভিশের সঙ্গে থাকছে দেশের দুই ব্যান্ড শূন্য ও লেভেল ফাইভ।
“রাত আটটার দিকে মঞ্চে উঠবে কাভিশ। দর্শকের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে দুপুর ৩টায় এবং সন্ধ্যা ৬টার পর আর কেউ প্রবেশ করতে পারবেন না।"
শনিবার দ্বিতীয় দিনের কনসার্ট শুরু হবে সংগীতশিল্পী আরমীন মুসা এবং তার দল 'ঘাসফড়িং কয়ার’র পরিবেশনা দিয়ে।
আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং তার স্ত্রী পশ্চিমবঙ্গের গায়িকা সুনিধি নায়েকের যৌথ পরিবেশনা থাকছে।
সবার পরিবেশনা শেষে দ্বিতীয় দিনে কাভিশের গান দিয়ে শেষ হবে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টের এই আয়োজন।
এর আগে গত ১২ ও ১৩ জানুয়ারি কনসার্টটি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়।
হিলিদিতা জানিয়েছেন, ‘ঢাকা ড্রিমস’ কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে 'টিকেটভাই' নামের প্ল্যাটফর্মে। টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা। একটি টিকেট দিয়ে একজন দর্শক একদিন কনসার্ট উপভোগ করতে পারবেন।
সেক্ষেত্রে কেউ দুইদিন উপভোগ করতে চাইলে তাকে দুইটি টিকেট কিনতে হবে।
'কাভিশ' পাকিস্তানের ‘সেমি ক্লাসিক্যাল’ ব্যান্ড হিসেবে পরিচিত, যা ১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি এবং মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠে।
তাদের প্রথম অ্যালবাম 'গুনকালি' ২০০৯ সালে প্রকাশ পেয়েছিল।
ব্যান্ডটির পরিচিত গানের মধ্যে রয়েছে 'বাচপান', 'তেরে পেয়ার মে', 'মোরে সাঁইয়াঁ', 'নিন্দিয়া রে', 'ফাসলে'।
আরও পড়ুন: