মেয়ে জন্মের দেড় মাসের মাথায় এই ছবি প্রকাশ করলেন দীপিকা, সঙ্গে জানালেন নামও।
Published : 04 Nov 2024, 09:30 AM
হিন্দি সিনেমার নায়িকা দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রামে নতুন একটি ছবিতে দেখা যাচ্ছে লাল কাপড়ের ওপর জরির কাজ করা পাজামা পরা ছোট্ট দুটি পা। এই পদযুগল দীপিকা ও অভিনেতা রাণবীর সিংয়ের কন্যার।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মেয়ে জন্মের দেড় মাসের মাথায় এই ছবি প্রকাশ করলেন দীপিকা। সঙ্গে জানালেন নামও।
দীপিকা ছবির ক্যাপশনে লিখেছেন, “দুয়া পাড়ুকোন সিং। দুয়া শব্দের অর্থ প্রার্থনা। ও আমাদের সমস্ত প্রার্থনার উত্তর। আমাদের হৃদয় ভালোবাসা আর কৃতজ্ঞতায় পরিপূর্ণ। দীপিকা ও রাণবীর।”
দীপাবলী উপলক্ষে নায়িকার দেওয়া এই পোস্টে অভিনন্দনের জোয়ার এসেছে।
গত ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন দীপিকা ও রাণবীর।
হিন্দি সিনেমার তারকারা তাদের সন্তানের নাম ও ছবি সহজে প্রকাশ করতে চান না। এর আগে আলিয়া ভাট ও রাণবীর কাপুরও তাদের মেয়ে রাহা কাপুরকে সামনে এনেছিলেন প্রথম জন্মদিনে।
দীপিকার ব্যস্ত সময় যাচ্ছে মেয়েকে নিয়ে। মাঝে ‘সিংহম এগেইন’ সিনেমার ট্রেইইলার প্রকাশ অনুষ্ঠানে দীপিকার আসার কথা থাকলেও, সেখানে তাকে দেখা যায়নি।
শোনা গেছে, মেয়ের জন্য কোনো ন্যানির ব্যবস্থাও করেননি এই তারকা দম্পতি। দীপিকা এবং রাণবীরের সিদ্ধান্ত হল তারা নিজে হাতে মেয়েকে বড় করবেন। এ কাজে বড়জোর তাদের দুই পরিবারের সদস্যরা সঙ্গে থাকতে পারেন।
সন্তান জন্মদানের পর মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আগামী বছরের শুরুতে কাজে ফেরার পরিকল্পনা রেখেছেন দীপিকা। সেই ছুটি নতুন বছরের মার্চ পর্যন্ত বাড়তে পারে।
সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত সিনেমা ‘সিংহম এগেইন’। এই সিনেমার শুটিংয়ের সময়ে দীপিকা অন্তঃসত্ত্বা ছিলেন।
দীপিকা-রাণবীরের কোলজুড়ে এল কন্যা সন্তান
যে সিনেমায় দীপিকা-রাণবীরের মেয়েরও অবদান আছে