মুম্বাইয়ের গিরগাঁও এলাকার এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি হন দীপিকা।
Published : 08 Sep 2024, 04:14 PM
প্রতীক্ষার অবসান হল, কন্যা সন্তানের মা-বাবা হলেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রাণবীর সিং।
রোববার দীপিকার মেয়ে হওয়ার খবর দিয়েছে এনডিটিভি।
তবে এই দম্পতির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আগের দিন শনিবার মুম্বাইয়ের গিরগাঁও এলাকার এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি হন দীপিকা। তখন থেকেই অপেক্ষায় ছিলেন ভক্ত-অনুরাগী এবং সাংবাদমাধ্যমের কর্মীরা।
গেল সপ্তাহেই দীপিকার অন্তঃসত্ত্বাকালীন ফটোশুটের ছবি প্রকাশ করেন এ দম্পতি। এ বছরের ফেব্রুয়ারিতে দীপিকা তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন সোশাল মিডিয়ায়। সে সময় হিন্দি সিনেমার এই নায়িকা বলেছিলেন, তার সন্তান জন্মদানের সম্ভাব্য মাস হল সেপ্টেম্বর।
সন্তান জন্মদানের পর মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আগামী বছরের শুরুতে কাজে ফেরার পরিকল্পনা রেখেছেন দীপিকা। সেই ছুটি নতুন বছরের মার্চ পর্যন্ত বাড়তে পারে।
দীপিকাকে শেষ দেখা গিয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়। আগামীতে আসছে তার ‘সিংহম এগেইন’। সেখানে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে।
নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ সিনেমা সেটে একে অপরের প্রেমে পড়েন রাণবীর ও দীপিকা। প্রায় ছয় বছর চুটিয়ে প্রেম করে ২০১৮ সালে সাত পাক ঘোরেন এই যুগল।
পুরনো খবর:
মাতৃত্বকালীন ফটোশুটে দীপিকা, অবসান 'সারোগেসি' বিতর্কের
দীপিকাকে ধরতে কেন হাত বাড়ালেন প্রভাস ও অমিতাভ
শুটিং ফ্লোরে অন্তঃসত্ত্বা দীপিকার ছবি নিয়ে ফিসফাস
ঈশ্বর যা দেবেন তাতেই আমি খুশি: রাণবীর