কাছাকাছি থাকায় দীপিকার হাত ধরে ফেলেন প্রভাস, আর পেছন থেকে প্রভাসকে ধরে ফেলেন অমিতাভ বচ্চন।
Published : 22 Jun 2024, 09:32 AM
কালো পোশাকে ‘পেন্সিল হিল’ জুতা পরে নতুন সিনেমার এক অনুষ্ঠানে হাজির দীপিকা পাড়ুকোন; দর্শকের সামনে অল্প কথা সেরে মঞ্চ থেকে যখন নামছিলেন, তখনই ছুটে এলেন বাহুবলী অভিনেতা প্রভাস আর ‘বিগ বি’ অমিতাভ বচ্চন।
বেবি বাম্প নিয়ে মঞ্চ থেকে নামতে গিয়ে দীপিকা পড়ে যান কিনা, সেই উদ্বেগেই হাত বাড়িয়ে দেন দুই অভিনেতা।
তবে কাছাকাছি থাকায় দীপিকার হাত ধরে ফেলেন প্রভাস, আর পেছন থেকে প্রভাসকে ধরে ফেলেন অমিতাভ। এই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার মুক্তির আগে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই তারকারা। তিনজনই অভিনয় করেছেন সিনেমাটিতে। আগামী ২৭ জুন মুক্তি পাবে কল্কি।
পরিচালক নাগ অশ্বিনের এই সিনেমায় অভিনয় করলেও ‘প্রি-রিলিজ’ অনুষ্ঠানে দীপিকার উপস্থিতি সবাইকে অবাকই করে দিয়েছে। কারণ আসছে সেপ্টেম্বরে মা হতে চলেছেন এই অভিনেত্রী। ফলে মঞ্চে তার প্রতি খানিকটা বাড়তি নজর রাখেন উপস্থিত সবাই।
মঞ্চে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় নিজের চরিত্র ও কাজের অভিজ্ঞতা জানিয়ে দীপিকা বলেন, “পরিচালক নাগ অশ্বিনের সঙ্গে এ কাজটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা। সিনেমায় সম্পূর্ণ এক নতুন পৃথিবী দেখানো হয়েছে। আমার মনে হয় নাগ অশ্বিনের মাথায় যে জাদু ঘুরছে, অবশেষে সেটি এখন দেখার অপেক্ষায়। ব্যক্তিগত ও পেশাগতভাবে অবিশ্বাস্য অভিজ্ঞতা হয়েছে।”
নির্মাতা অশ্বিন জানান, ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় মহাভারতের সময় দেখানো হয়েছে। এর কাহিনী শেষ হয়েছে ২৮৯৮ খ্রিস্টাব্দে। ৬০০০ হাজার বছর আগের সময়ের বিস্তৃত এক গল্প তুলে ধরা হয়েছে।
৬০০ কোটি রুপি বাজেটের এ সিনেমাটিতে দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন দীপিকা। পৌরাণিক চরিত্র ‘কল্কি’র ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। আর দীপিকাকে দেখা যাবে ‘পদ্মা’র ভূমিকায়। প্রভাস-দীপিকা ছাড়াও এ সিনেমার আকর্ষণ অমিতাভ বচ্চন, কমল হাসানের মত দুই তারকা।