স্ফীত উদরের ছবি দিয়ে সারোগেসি বিতর্কের অবসান ঘটনালেন দীপিকা নিজেই।
Published : 04 Sep 2024, 03:14 PM
চলতি মাসের শেষে সন্তান আসছে হিন্দি সিনেমার তারকা দম্পতি দীপিকা পাডুকোন এবং রাণবীর সিংয়ের ঘরে। তার আগে অন্তঃসত্ত্বাকালীন ফটোশুটের ছবি প্রকাশ করেছেন এই দম্পতি।
হিন্দুস্তান টাইমস লিখেছে, সাদা-কালো সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। ফোটোশুটের জন্য একাধিক পোশাক বেছে নিয়েছেন তিনি।
ছবিগুলো প্রকাশ্যে আসার পরে অনুরাগীরা এই দম্পতিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন।
ভক্ত-অনুরাগীদের পাশাপাশি বলিউডের অভিনেত্রী মালাইকা আরোরা, বিপাশা বসুসহ আরো অনেকে দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন।
এই অভিনেত্রীর মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর কম নাজেহাল হতে হয়নি তাকে। অন্তঃসত্ত্বাকালের শুরুর দিকে ‘কল্কি’ সিনেমায় দীপিকার শুটিংয়ের খবর এলে একদল বলেন, কোনো নারী এই অবস্থায় অ্যাকশনের শুটিং করতে পারেন না। এরপর দীপিকা আদৌ মা হচ্ছেন কি না তা নিয়ে সংশয় প্রকাশ করে বসেন কিছু মানুষ।
কিছুদিন আগে ভারতে নির্বাচনের সময় ভোট দিতে যাওয়া দীপিকাকে দেখে ফের একদল মানুষ বলেন, দীপিকার শরীরে মা হওয়ার কোনো চিহ্নই নেই, নিশ্চয় তিনি গর্ভ ভাড়া করছেন।
এবার স্ফীত উদরের ছবি দিয়ে সেসব বিতর্কের অবসান ঘটনালেন দীপিকা নিজেই।
এর মধ্যে খবর এসেছে মুম্বাইয়ের এক হাসপাতালে দীপিকা মাসের শেষের দিকে ভর্তি হবেন এবং তার সন্তান জন্মদানের সম্ভাব্য তারিখ হল ২৮ সেপ্টেম্বর।
দীপিকা ও রাণবীর অবশ্য আগে চাইছিলেন, তাদের প্রথম সন্তানের জন্ম হোক লন্ডনের মাটিতে। কিন্তু এখন তারা ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
গুঞ্জন হল সত্যি, মা-বাবা হচ্ছেন দীপিকা-রাণবীর
সন্তান জন্মদানের পর মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আগামী বছরের শুরুতে কাজে ফেরার পরিকল্পনা রেখেছেন দীপিকা। সেই ছুটি নতুন বছরের মার্চ পর্যন্ত বাড়তে পারে।
সন্তান আসার আগেই নিজেদের নতুন বাড়িতে উঠতে চলেছেন দীপিকা ও রাণবীর। মুম্বাইয়ের বান্দ্রায় ১০০ কোটি রুপি দিয়ে এই নতুন বাড়ি কিনেছেন তারা।
দীপিকাকে শেষ দেখা গিয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়। আগামীতে আসছে তার ‘সিংহম এগেইন’। সেখানে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে।
নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ সিনেমা সেটে একে অপরের প্রেমে পড়েন রাণবীর ও দীপিকা। প্রায় ছয় বছর চুটিয়ে প্রেম করে ২০১৮ সালে সাত পাক ঘোরেন এই যুগল।
পুরনো খবর:
দীপিকাকে ধরতে কেন হাত বাড়ালেন প্রভাস ও অমিতাভ