চ্যানেল আই, এনটিভি, আরটিভি, দীপ্ত টিভি, মাছরাঙায় দেখা যাবে বেশ কিছু একক ও ধারাবাহিক নাটক।
Published : 02 Apr 2025, 12:10 PM
ঈদুল ফিতরকে ঘিরে এনটিভি, চ্যানেল আই, দীপ্ত টিভি, নাগরিসহ বিভিন্ন টেলিভিশন স্টেশন একক ও ধারাবাহিক নাটক প্রচারের সাতদিনের পরিকল্পনা নিয়েছে। কোনো কোনো স্টেশন নাটক ছাড়াও টেলিফিল্ম দেখাচ্ছে।
ঈদের তৃতীয় দিন কোন টিভিতে কোন নাটক দেখা যাবে তা নিয়ে গ্লিটজের এই আয়োজন।
চ্যানেল আইয়ে মোশাররফের ‘টুনাটুনির সংসার’
ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ 'মিশন মুন্সীঞ্জের' তৃতীয় পর্ব দেখা যাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। আট পর্বের এই সিরিজটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, আশনা হাবিব ভাবনা।
বিকাল সারে ৪ টায় দেখা যাবে টেলিফিল্ম 'আবীর ছোঁয়া'। রুবেল হাসান পরিচালিত এই টেলিফিল্মে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজীম সাইয়ারা তটিনী।
এদিন রাত ৭টা ৫০ মিনিটে রয়েছে নাটক ‘ইতির ঈদি’। এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। এখানে জুটি বেঁধে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।
রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘টোনাটুনির সংসার’। পরিচালনায় সৈয়দ শাকিল, অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।
রাত ১০টা ৩৫ মিনিটে চ্যানেল আই দেখাবে মোস্তফা জামাল রাজ পরিচালিত 'তোমাদের গল্প' টেলিফিল্ম। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী ও দিলারা জামান।
'রূপবানের প্রেম’সহ যা দেখাচ্ছে এনটিভি
রাইসুল তমালের পরিচালনায় একক নাটক 'এক আকাশের ছাদ' দেখা যাবে সকাল ৯টা ১০ মিনিটে। নাটকটি রচনা করেছেন মারুফ হোসেন সজীব। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, সাফা কবির, রোজী সিদ্দিকী, মিলি বাশার, শেলী আহসানসহ অনেকে।
দুপুর আড়াইটায় দেখা যাবে টেলিফিল্ম 'বেঁচে থাকুক ভালোবাসা'। এটি রচনা করেছেন ইশতিয়াক আহমেদ। পরিচালনায় আছেন মোহন আহমেদ। অভিনয়ে পার্থ শেখ, তানিয়া বৃষ্টি, খান সাইমুন, মিতু ইসলাম, তৌফিক চৌধুরীসহ অনেকে।
ধারাবাহিক নাটক 'রূপবানের প্রেমের' তৃতীয় পর্ব দেখা যাবে সন্ধ্যা সাড়ে ৬টায়। নাটকের গল্প লিখেছেন কাব্য হাসান, চিত্রনাট্য তানিন রহমান ও পরিচালনা করেছেন হাসান রেজাউল। 'রূপবানের প্রেম' নাটকে অভিনয় করেছেন তাসনুভা তিশা, শাওন, কচি খন্দকার, মুসাফির বাচ্চু, শেলী আহসান।
সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে দেখা যাবে একক নাটক 'প্রাণের মানুষ'। রচনা করেছেন মনসুর রহমান চঞ্চল। পরিচালনায় আছেন মাহমুদ হাসান রানা। অভিনয়ে নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া শিমু, তারিক আনাম খান, শিল্পী সরকার অপু।
রাত ৯টা ১৫ মিনিটে দেখা যাবে একক নাটক 'দুইজন দুইজনার'। রচনা ও পরিচালনা করেছেন মারুফ হোসেন সজীব। অভিনয়ে ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী, মাসুম বাশার, মিলি বাশার।
জুয়েল এলিনের রচনা ও জিয়াউদ্দীন আলমের পরিচালনায় রাত ১১ টা ৫ মিনিটে দেখা যাবে নাটক 'খুচরা পাপী'। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, সুমাইয়া মির্জা, জুলফিকার চঞ্চল।
আরটিভিতে 'অপুর সংসার'
'অপুর সংসার' নাটক দিয়ে শুরু হবে আরটিভির তৃতীয় দিনের নাটক। এটি রচনা করেছেন লিমন আহমেদ। পরিচালনায় আছেন নিকুল কুমার মন্ডল। অভিনয়ে ইরফান সাজ্জাদ, ফারিয়া শাহরিন। নাটকটি দেখা যাবে সন্ধ্যা ৭ টায়।
রাত ৮টায় দেখা যাবে একক নাটক 'আমারি থেকো'। পরিচালনায় আছেন মো. তৌফিকুল ইসলাম; অভিনয়ে আছেন মুশফিক আর ফরাহানসহ অনেকে।
ধারাবাহিক নাটক 'এক্সকিউজ মি প্লিজের' তৃতীয় পর্ব প্রচার হবে রাত ৯টা ১০ মিনিটে। এটি রচনা ও পরিচালনা করেছেন শহীদ উন নবী। এতে অভিনয় করেছেন চাষী আলম, অনিক, আনিকা কবির শখ, শামীম হাসান সরকার।
রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক 'এক্সট্রা'। এটি রচনা ও পরিচালনায় আছেন ইমাম হোসেন শামীম। অভিনয়ে ইরফান সাজ্জাদ ও রুকাইয়া জাহান চমক।
একক নাটক 'হোটেল মায়ের দোয়া' দেখা যাবে রাত সাড়ে ১১ টায়। পরিচালনায় সেলিম রেজা। অভিনয়ে সাব্বির অর্ণব, মাহিমা।
বৈশাখীতে ৮ নাটক
বিকেল ৫টা ১৫ মিনিটে দেখা যাবে ধারাবাহিক নাটক 'ব্ল্যাক মানি'। নাটকটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। এতে অভিনয় করেছেন ওমর সানী, কাজী হায়াৎ, হাসান জাহাঙ্গীর, ডন, অমিত হাসান।
'মানি লোকের মান' নামের ধারাবাহিক দেখা যাবে বিকেল ৫টা ৪৫ মিনিট। এটি পরিচালনা ফরিদুল হাসান। অভিনয়ে আছেন জাহের আলভী, ফারজানা মিহি, আব্দুল্লাহ রানা, স্বপ্নীল সাথীসহ অনেকে।
একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দেখা যাবে নাটক 'শাশুড়ির বিয়ে'। পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, আ খ ম হাসান, মিহি, শিল্পী সরকার অপু।
'লন্ডনি জামাই' নামের নাটক প্রচার হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। এটি পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয়ে আছেন রাশেদ সীমান্ত, অহনা, আহসানুল হক মিনু।
রাত ৮টা ১৫ মিনিটে দেখা যাবে একক নাটক ‘কামিনা আমিনা’। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, কেয়া পায়েল। পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন বাপ্পি।
রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে আরেকটি ধারাবাহিক নাটক 'ট্রাক ড্রাইভার'। রুহুল আমিন শিশিরের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, পুতুলসহ অনেকে।
একক নাটক ‘সেইম সেইম’ দেখা যাবে রাত ৯টা ৫৫ মিনিটে। অভিনয় করেছেন মোশাররফ করিম, সাদিয়া জাহান প্রভা, পাভেল, চিত্রলেখা গুহ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফয়েজ আহমেদ রেজা।
মেগা নাটক ‘হৃদয়ে তুমি’ দেখা যাবে রাত ১১টা ৪০ মিনিটে। এতে অভিনয় করেছেন আবদুন নূর সজল, নাদিয়া মিম, শতাব্দী ওয়াদুদ। রচনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব, পরিচালনায় আছেন রুপক বিন রউফ।
মাছরাঙায় যা দেখা যাবে
'লাভ টু হেট ইউ' নামের একক নাটক দেখা যাবে বিকাল ৫টা ৫০ মিনিটে। এটি রচনা করেছেন ময়ূখ বারী ও পরিচালনা করেছেন পথিক সাধন। অভিনয়ে আরশ খান, তাসনুভা তিশা।
সন্ধ্যা ৭টা ২০ মিনিট দেখা যাবে ধারাবাহিক নাটক 'বিয়ের জ্বালা'। নাটকে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, সাদিয়া তানজিন। নাটকটি রচনা ও পরিচালনায় আছেন শহীদ উন নবী।
একক নাটক 'শো অফ' দেখা যাবে রাত ৮টায়। এটি রচনা করেছেন গোলাম সারোয়ার অনিক। পরিচালনায় বর্ণ নাথ।
অভিনয়ে নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টি জুটি।
বৃন্দাবন দাসের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় দেখা যাবে ধারাবাহিক নাটক 'মধুমালা'। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে নাটকটি। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়।
রাত ১০টা ২০ মিনিটে দেখা যাবে নাটক 'ফিরে দেখা'। মহিদুল মহিমের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজীম সাইয়ারা তটিনী।
মেজবাহ উদ্দিন সুমনের রচনা ও রুবেল হাসানের পরিচালনায় দেখা যাবে টেলিফিল্ম 'বউয়ের বিয়ে'। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তটিনী। টেলিফিল্মটি প্রচার হবে রাত সাড়ে ১১ টায়।
দীপ্ততে 'হ্যালো টিচার'
একক নাটক 'আপনি না তুমি' দেখা যাবে সন্ধ্যা ৭টায়। এটি পরিচালনা করেছেন মুরসালিন শুভ। অভিনয় করেছেন খায়রুল বাসার, কেয়া পায়েল।
রাত ৮টায় দেখা যাবে একক নাটক 'হ্যালো টিচার'। পরিচালনা করেছেন বি ইউ শুভ এবং নাটকে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, সারিকা সাবরিন।
ধারাবাহিক নাটক 'কথা হবে হিসাব করে' দেখা যাবে রাত ৯টা ৪০ মিনিটে। প্রীতি দত্ত ও বিশ্বজিৎ দত্ত পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও শারমিন আঁখি।
রাত ১১টা ১০মিনিটে দেখা যাবে একক নাটক 'ভেসে যাওয়া কোন হাওয়ায়'। নাটকটি পরিচালনা করেছেন মোসাব্বের হোসেন মুয়ীদ, অভিনয়ে আছেন সাদিয়া আয়মান, তানজিম সাইয়ারা তটিনী।