মার্কিন শুল্ক এড়াতে নয়াদিল্লির প্রচেষ্টার অংশ হিসেবে ভারত ও যুক্তরাষ্ট্র এক বাণিজ্য চুক্তি করার মাঝখানে রয়েছে।
Published : 24 Apr 2025, 03:39 PM
ভারতের বাজারে অ্যামাজন ও ওয়ালমার্টকে পুরো প্রবেশাধিকার দেওয়ার জন্য চাপ দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন।
মঙ্গলবার এ শিল্পের শীর্ষ কর্মকর্তা, লবিয়িস্ট ও মার্কিন সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে ফাইনানশল টাইমস প্রতিবেদনে লিখেছে, ভারতকে অ্যামাজন ও ওয়ালমার্টের মতো অনলাইন খুচরা বিক্রেতাদের ১২ হাজার পাঁচশ কোটি ডলারের ই-কমার্স বাজারে পুরোপুরি প্রবেশাধিকার দেওয়ার জন্য চাপ দিতে চায় ট্রাম্প প্রশাসন।
সংবাদপত্রটি জানিয়েছে, খাবার থেকে শুরু করে গাড়ি পর্যন্ত বিভিন্ন খাতকে এতে অন্তর্ভুক্ত করতে যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তির বিস্তৃত আলোচনায় ই-কমার্সেও সমান সুযোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে চাপ দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
ভারত সরকারের কাছ থেকে ট্রাম্প প্রশাসন কী ধরনের পদক্ষেপ আশা করে তা উল্লেখ করেনি টাইমস।
রয়টার্স লিখেছে, অ্যামাজন ও ওয়ালমার্ট ভারতে দেশটির স্থানীয় বিভিন্ন ইউনিটের মাধ্যমে কাজ করে। তবে তাদের পণ্য রাখার জন্য ও তা সরাসরি গ্রাহকদের কাছে বিক্রির ক্ষেত্রে ভারতের বিধিনিষেধ রয়েছে, যেখানে রিলায়েন্সের মতো ভারতীয় বিভিন্ন দেশীয় কোম্পানি মাধ্যমে দোকান খোলার পাশাপাশি দেশজুড়ে গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য তাদের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করতে পারে।
এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি অ্যামাজন ও ওয়ালমার্ট।
মার্কিন শুল্ক এড়াতে নয়াদিল্লির প্রচেষ্টার অংশ হিসেবে ভারত ও যুক্তরাষ্ট্র এক বাণিজ্য চুক্তি করার মাঝখানে রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কারণ ভারতের ওপর চাপানো অতিরিক্ত শুল্কের বোঝা আপাতত ৯০ দিনের জন্য স্থগিত রেখেছেন ট্রাম্প। এ বিরতির মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা করছেন নয়াদিল্লির কর্মকর্তারা।