ভারতীয় ক্রিকেট
জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার দিন দুটি মেইলে ভারতের প্রধান কোচকে এই হুমকি দেওয়া হয়।
Published : 24 Apr 2025, 03:23 PM
প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ভারতের প্রধান কোচ গৌতাম গাম্ভিরকে। জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার দিন দুটি মেইলে তাকে এই হুমকি দেওয়া হয়। দিল্লি পুলিশ জানিয়েছে, দুটি মেইলেই লেখা ছিল ‘আই কিল ইউ।’
গাম্ভিরের সেক্রেটারি দিল্লি পুলিশের কাছে অভিযোগ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) হার্শা ভার্ধান।
“গৌতাম গাম্ভীরের সঙ্গে সম্পৃক্ত একটি ইমেইল আইডিতে হুমকি দেওয়ার বিষয়ে আমাদের জানানো হয়েছে। এটি নিয়ে তদন্ত চলছে।”
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে লেখা হয়েছে, পুলিশের সুত্রমতে, বিজেপির সাবেক সংসদ সদস্য গাম্ভীরকে ‘আইএসআইএস কাশ্মীর’ নামের একটি সংগঠন এই হুমকি দিয়েছে।
ভারত-শাসিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে গত মঙ্গলবার জঙ্গি হামলায় কমপক্ষে ২৬ জন প্রাণ হারান। আহত হন আরও ১০ জন। কাশ্মীরে ঘুরতে যাওয়া নানা প্রান্তের মানুষ এই হামলার শিকার হন।
আর ওইদিনই বেলা ২:০৭ মিনিটে হত্যার হুমকির প্রথম মেইল পান গাম্ভির। পরেরটি আসে সন্ধ্যা ৭:০৯ মিনিটে। পেহেলগামে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সেইদিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করে গাম্ভির লেখেন, “নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এর জন্য যারা দায়ী তারা ভুগবে। ভারত আঘাত করবে।”
ডিসিপি হার্শা জানিয়েছেন, এরই মধ্যে গাম্ভির ও তার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
“গৌতাম গাম্ভীর এরই মধ্যে দিল্লি পুলিশের সুরক্ষায় আছেন এবং আমরা নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো মন্তব্য করি না।”
আগেও এমন হুমকি পাওয়ার অভিজ্ঞতা আছে গাম্ভিরের। ২০২২ সালে হুমকি পাওয়ার পর কর্তৃপক্ষ তার নিরাপত্তা জোরদার করেছিল।