সোহেলের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেছিলেন সবুজবাগের এক ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক।
Published : 24 Apr 2025, 07:21 PM
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ এর ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেলকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের একটি বিশেষ দল তাকে আটক করে বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি বলেন, গত বুধবার দুপুরে দুদকের অভিযানে কুতুবউদ্দিন সোহেলকে ঘুষ গ্রহণের সময় আটক করা হয়। তার কাছ থেকে ঘুষের টাকা ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
দুদক সুত্রে জানা গেছে, সোহেলের বিরুদ্ধে ঘুষ লেনদেনের লিখিত অভিযোগ করেছিলেন সবুজবাগের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম।
তিনি দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) এ অভিযোগ দাখিল করেন।
অভিযোগে বলা হয়, নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টার চালু করতে সিটি করপোরেশনের ছাড়পত্র প্রয়োজন ছিল। এ লক্ষ্যে আবেদন জমা দিলে ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেল পরিদর্শনে আসেন। কোনো ত্রুটি না পাওয়ার পরও তিনি ছাড়পত্র দেওয়ার শর্ত হিসেবে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
সাইফুল ইসলামের অভিযোগ, ঘুষ ছাড়া কোনোভাবেই ছাড়পত্র দেওয়া হবে না বলে সচিব সোহেল তাকে হুমকি দেন। জানা গেছে সচিব সোহেল নিয়মিতভাবেই এ ধরনের ঘুষ গ্রহণ করে থাকেন। আইন ও ন্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাকে আইনগতভাবে ধরতে সাইফুল ইসলাম কৌশলগতভাবে টাকা দিতে সম্মত হন।
এরপর দুদকের ফাঁদে পা দিয়ে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন সচিব কুতুবউদ্দিন সোহেল।