ছবিতে দীপিকার শরীরে মাতৃত্বের ছাপ কম প্রকাশ হওয়ায় কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, নায়িকা কি তাহলে গর্ভ ভাড়া করছেন!
Published : 18 Apr 2024, 11:19 AM
বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা আসার পর থেকে তাকে কমই প্রকাশ্যে দেখা গেছে। সম্প্রতি ‘সিংহাম এগেইন’ সিনেমার শুটিং সেটে তোলা দীপিকার একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।
রোহিশ শেঠির পরিচালনায় এ সিনেমায় পুলিশ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। ভাইরাল হওয়া ছবিতে তাকে দেখা গেছে খাকি উর্দিতে।
Our Shakti Shetty on the sets of #SinghamAgain pic.twitter.com/1qbNlyNjBm
— Team DP Malaysia (@TeamDeepikaMY_) April 17, 2024
আনন্দবাজার লিখেছে, ছবিতে দীপিকার শরীরে মাতৃত্বের ছাপ কম প্রকাশ হওয়ায় কেউ কেউ প্রশ্ন তুলেছেন, নায়িকা কি তাহলে গর্ভ ভাড়া করছেন!
চলতি বছরের শুরুতে খবর আসে, মা-বাবা হচ্ছেন দীপিকা ও রাণবীর। সেপ্টেম্বরে তাদের সন্তান আসছে পৃথিবীতে।
‘সিংহাম এগেইন’ সিনেমায় দীপিকার স্বামী রাণবীর সিংও ফিরছেন ‘সিম্বা’র ভূমিকায়। এখানে এই তারকা দম্পতির পাশাপাশি অক্ষয় কুমার, টাইগার শ্রফ ও কারিনা কাপুর অভিনয় করছেন।
এ দিকে শুটিংয়ের ফাঁকে বাড়িতে ইদানিং সেলাই শিখছেন দীপিকা।
চটের ওপর লাল-সবুজ সুতায় লতাপাতা ফুটিয়ে তুলছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে সেই ছবি দিয়ে লিখেছেন, “আশা করছি পুরোটা তৈরি হলে সবার সঙ্গে ভাগ করে নিতে পারব।”
নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ সিনেমা সেটে একে অপরের প্রেমে পড়েন রাণবীর ও দীপিকা। তারপরে প্রায় ছয় বছর চুটিয়ে প্রেম করে ২০১৮ সালে সাত পাক ঘোরেন এই যুগল।
দীপিকা পাড়ুকোনকে সর্বশেষ দেখা গেছে সিদ্ধার্থ আনন্দের ফাইটার সিনেমায়। সিনেমাটি মুক্তি পেয়েছে জানুয়ারিতে।
তার আগামী সিনেমা 'সিংহাম এগেইন, ও 'কল্কি ২৮৯৮ এডি'। আর রাণবীর সিংকে পাওয়া যাবে ‘ডন ৩’ সিনেমায়।