সন্তান জন্মদানের সম্ভাব্য তারিখ হল ২৮ সেপ্টেম্বর।
Published : 02 Sep 2024, 11:04 AM
ভারতের হিন্দি সিনেমার তারকা দম্পতি দীপিকা পাডুকোন একং রাণবীর সিং চলতি মাসের কত তারিখে বাবা-মা হচ্ছেন, তা নিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতুহলের শেষ নেই।
তাদের কৌতুহল মেটাতে দীপিকার সন্তান ভূমিষ্ট হওয়ার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, মুম্বাইয়ের এক হাসপাতালে দীপিকা মাসের শেষের দিকে ভর্তি হবেন এবং তার সন্তান জন্মদানের সম্ভাব্য তারিখ হল ২৮ সেপ্টেম্বর।
ওই দিনটি আবার দীপিকার প্রাক্তন প্রেমিক রাণবীর কাপুরের জন্মদিন।
এর আগে দীপিকা ও রাণবীর চাইছিলেন, তাদের প্রথম সন্তানের জন্ম হোক লন্ডনের মাটিতে। কিন্তু এখন তারা ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
গুঞ্জন হল সত্যি, মা-বাবা হচ্ছেন দীপিকা-রাণবীর
দীপিকাকে ধরতে কেন হাত বাড়ালেন প্রভাস ও অমিতাভ
কাজ থেকে বিরতিতে থাকা দীপিকা এখন গাছের নার্সারি তৈরিতে ব্যস্ত। কাজটি তিনি উপভোগ করছেন বলেও ইনস্টাগ্রামে জানিয়েছেন।
সন্তান জন্মদানের পর মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আগামী বছরের শুরুতে কাজে ফেরার পরিকল্পনা রেখেছেন দীপিকা। সেই ছুটি নতুন বছরের মার্চ পর্যন্ত বাড়তে পারে।
এছাড়া সন্তান আসার আগেই নিজেদের নতুন বাড়িতে উঠতে চলেছেন দীপিকা ও রাণবীর। মুম্বাইয়ের বান্দ্রায় ১০০ কোটি রুপি দিয়ে এই নতুন বাড়ি কিনেছেন তারা।
দীপিকাকে শেষ দেখা গিয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়। অন্তঃসত্ত্বা থাকাকালে ওই সিনেমার শুটিং করেছিলেন অভিনেত্রী।
আগামীতে আসছে দীপিকা অভিনীত ‘সিংহম এগেইন’ সিনেমা। যেখানে পুলিশ কর্মকর্তার চরিত্রে তাকে দেখা যাবে।
নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ সিনেমা সেটে একে অপরের প্রেমে পড়েন রাণবীর ও দীপিকা। তারপরে প্রায় ছয় বছর চুটিয়ে প্রেম করে ২০১৮ সালে সাত পাক ঘোরেন এই যুগল।
আরও পড়ুন: