Published : 29 Apr 2025, 08:49 AM
দীর্ঘ ২২ বছর পর যে সিনেমার করার জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ভারতীয় আভিনেত্রী রাখী গুলজার। সেই সিনেমার প্রচারেও তার উজ্জ্বল উপস্থিতি দেখা গেছে। সিনেমার প্রচার অনুষ্ঠানে এসে আশি ছুঁইছুঁই এই অভিনেত্রী বলেছেন, চলচ্চিত্রে অভিনয়ে 'সামাপ্তি টানতে চলেছেন' তিনি।
আনন্দবাজার লিখেছে, কলকাতায় ‘আমার বস’ এর ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে রাখী বলেন, “এত সিনেমায় অভিনয় করেছি যে, আর কোনও আসক্তি নেই! আপনারা বিশ্বাস করুন।"
১৯৬৭ সালে ২০ বছর বয়সে কলকাতার সিনেমা ‘বধূ বরণ’ দিয়ে অভিনয় শুরু করা রাখী গুলজারের। সিনেমার জগত থেকে অনেকটাই সরে যান আশির দশকের মাঝামাঝিতে। মাঝে ফিরেছিলেন প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষের সিনেমা ‘শুভ মহরৎ’ এবং গৌতম হালদারের ‘নির্বাণ’ দিয়ে। মাঝে আবার প্রায় হারিয়েই গিয়েছিলেন এই অভিনেত্রী।
সিনেমা সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলোয় তার দেখা পাওয়া যায় না খুব একটা। মুম্বাইয়ে নিজের গড়া ফার্ম হাউসে একাই থাকেন তিনি।
দীর্ঘ বিরতির পর কলকাতার পরিচালক জুটি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখার্জির নতুন সিনেমার মাধ্যমে বাংলার পর্দায় ফিরছেন রাখী। ৯ মে মাসে মুক্তি পাবে রাখীর ‘আমার বস’ সিনেমা। তবে এই ফেরাই 'শেষবার' বলে জানিয়ে দিয়েছেন রাখী।
অনুষ্ঠানে শিবপ্রসাদ ও নন্দিতার আবদার ছিল, তাদের আরো একটি সিনেমাতে যেন রাখী কাজ করেন।
রাখী বলেন, “আর না। এটাই শেষ। এ বার তো যাওয়ার পালা!”
সঙ্গে সঙ্গে তীব্র প্রতিবাদ করে ওঠেন অনুষ্ঠানে উপস্থিত শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, গৌরব চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, ঐশ্বর্য সেনসহ সিনেমার অন্যান্য অভিনয় শিল্পীরা।
কেন এতদিন বাদে এই সিনেমাটি করতে রাজি হলেন সেই গল্পও রাখী ভাগ করে নেন সবার সঙ্গে।
তিনি বলেন, “এই সিনেমাটাও করতাম না। সিনেমার গল্পটি আমাকে টেনেছে। একান্নবর্তী পরিবার ভেঙে যাচ্ছে। মা-বাবারা বড্ড একা। ঘরে ঘরে এই দৃশ্য। সেই সব একা হয়ে যাওয়া মা-বাবাকে আগলে রাখার বার্তা দেবে এই সিনেমা। যা খুব জরুরি।”
রাখীর কথায়, তিনি অভিনয় শেখেননি। তাকে দিয়ে অভিনয় হয়ও না।
“আমি বিশ্বাস করিনা আমার জন্য কোনো সিনেমা হিট হয়। আসলে কাউকে আলাদা করে অভিনয় শিখতে হয় না। রোজ আমরা কোনো না কোনো ভূমিকায় অভিনয় করি।"
‘আমার বস’ সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন রাখী। আর ছেলের চরিত্রটি করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
ট্রেইলারে দেখানো হয়েছে, ছেলে তার অফিসে কাজের চাপ এবং কর্মীদের নিয়ে নাজেহাল হয়ে পড়েন। অফিসে তার পরিচয় একজন ‘রাগী বস’ হিসাবে। অন্যদিকে বাড়িতে তার বৃদ্ধা মায়েরও বায়নার অন্ত নেই। কখনো গৃহকর্মীকে কাঁটা চামচ নিয়ে ভয় দেখান, কখনো আবার খাওয়াতে গেলে কামড়ে দেন হাতে।
সেই মা একদিন ঠিক করেন বদমেজাজি ছেলের মেজাজ ঠিক করতে তিনি অফিসে যাবেন।
শেষবেলায় তাদের ‘বাংলায় ফেরা’, ভাষার স্বাচ্ছন্দ্য নাকি দর্শকের চাওয়া?
এরপর ছেলের অফিসে যোগ দিয়ে কর্মীদের বয়স্ক বাবা-মায়েদের জন্য তিনি তৈরি করেন একটি ডে কেয়ার সেন্টার। এভাবেই এগিয়ে যায় মা-ছেলের স্নেহ ভালোবাসার সম্পর্ক, জটিলতা এবং দুই প্রজন্মের সম্পর্কের টানাপোড়েনের গল্পে ‘আমার বস’ সিনেমা।
রাখী ছাড়াও অভিনেত্রী শর্মিলা ঠাকুর, মৌসুমী চক্রবর্তী এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী দশকের পর দশক ধরে ভারতের হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে ঘাঁটি গেড়ে নিজেদের ক্যারিয়ার শক্তপোক্ত করলেও, ইদানিং তারা ফিরেছেন শুরুর ঠিকানায়।
বিশেষ করে বেশ কয়েক বছর ধরে মিঠুনকে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রি পেয়েছে আগের তুলনায় বেশি। মুক্তি পেয়েছে শর্মিলা ঠাকুরের ‘পুরাতন’; এই সিনেমা দিয়ে প্রায় ১৬ বছর পর বাংলা সিনেমায় ফিরেছেন এই অভিনেত্রী। এসেছে মৌসুমী চক্রবর্তীর ‘আড়ি’ নামের সিনেমা।
কিছুদিন আগে শর্মিলা ঠাকুরও আভাস দিয়েছে যে ‘পুরাতন’ হতে চলেছে তার 'শেষ সিনেমা'।