Published : 29 Apr 2025, 02:15 PM
ক্রাফট ইন্সট্রাকটরদের জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাতিল ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলসহ ছয় দফা দাবি বাস্তবায়নে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি চলছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে তারা ক্যাম্পাসের ভেতর প্রশাসনিক ভবনে এবং প্রধান ফটকে তিনটি তালা ঝুলিয়ে দেন। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনে ‘সমর্থন’ জানিয়ে শিক্ষকরাও বাইরে চলে আসেন।
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এনায়েত হোসেন, রেদুওয়ানুজ্জামান, সাকিব রামিম ও ইমরান শেখ বলেন, ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শাটডাউন কর্মসূচি চলবে।
তাদের যৌক্তিক দাবির বিষয়ে সরকার কর্ণপাত করছে বলেও অভিযোগ করেছেন তারা।
আন্দোলনে প্রতিনিধিত্ব দেওয়া ইমরান শেখ বলেন, “লাগাতার আন্দোলন চলাকালীন সরকার দাবি বাস্তবায়নে ২১ দিনের সময় নেন। ২৭ এপ্রিল বিকালে ৬ দফা বাস্তবায়নে রুপরেখা দেওয়ার কথা থাকলেও কোনো সিদ্ধান্ত না আসায় আবারও আন্দোলন জোরালো করছি।
“দাবি আদায় না পর্যন্ত তিনটি গেইটে তালা ঝুলবে। সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। দাবি আদায় করেই আমরা ক্যাম্পাসে ফিরবো।”
এ প্রসঙ্গে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সাখাওয়াত হোসেন বলেন, “শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। তাদের দাবি যৌক্তিক। আন্দোলনের অংশ হিসেবে দুপুরে ক্যাম্পাসের গেইটে তালা দিয়েছে এবং আমাদের বাইরে আসতে বলায় আমরা এসেছি।
“বিষয়টি ঊদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”