Published : 29 Apr 2025, 02:07 PM
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত প্রবৃদ্ধি ও কম্পিউটার উৎপাদন বাড়াতে ১৫ হাজার কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রযুক্তি কোম্পানি আইবিএম।
দ্য বিগ ব্লু নামে পরিচিত ‘ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন’ বা আইবিএম সোমবার ঘোষণায় বলেছে, আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে ১৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে তারা। যার মধ্যে আমেরিকায় মেইনফ্রেম ও কোয়ান্টাম কম্পিউটারের উৎপাদনকে এগিয়ে নিতে এ খাতে তিন হাজার কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করবে কোম্পানিটি।
এক বিবৃতিতে আইবিএম প্রধান অরবিন্দ কৃষ্ণ বলেছেন, “১১৪ বছর আগে প্রতিষ্ঠার সময় থেকেই মার্কিন কর্মসংস্থান ও উৎপাদন খাতে মনোযোগ দিয়ে আসছি আমরা। এই বিনিয়োগ ও উৎপাদন প্রতিশ্রুতির মাধ্যমে আমরা নিশ্চিত করছি, বিশ্বের সবচেয়ে উন্নত কম্পিউটিং ও এআই সক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবে আইবিএম।”
যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সুদূরপ্রসারী ও আগ্রাসী এক ‘পারস্পরিক’ শুল্ক নীতি উন্মোচনের কয়েক সপ্তাহ পরই আইবিএম এ ঘোষণা দিল বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
তবে, এপ্রিলের শেষ দিকে চিপের পাশাপাশি স্মার্টফোন, কম্পিউটার, অন্যান্য প্রযুক্তি ডিভাইস ও এ সংশ্লিষ্ট উপাদানকে শুল্ক থেকে অব্যাহতি দিয়েছেন ট্রাম্প।
আইবিএম বলেছে, কম্পিউটিংয়ে বৈশ্বিক নেতা হিসেবে আমেরিকার ভূমিকা বাড়াতে ও এর অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়তা করবে তাদের এই বিনিয়োগ।
এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে নিজেদের এআই সুপারকম্পিউটার তৈরির জন্য একই ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে আইবিএমের প্রতিযোগী মার্কিন চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়াও।
আগামী চার বছরে কোম্পানিটির উৎপাদন অংশীদারিত্বের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ৫০ হাজার কোটি ডলারের এআই অবকাঠামো নির্মাণের পরিকল্পনা করেছে চিপ জায়ান্টটি।