Published : 29 Apr 2025, 06:42 PM
লেনদেনের বেশির ভাগ সময় উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দিন শেষ করল ‘পতন’ দিয়ে।
মঙ্গলবার শেষ বেলায় সূচক সংশোধনে গেলে ডিএসই মূল্যসূচক হারায় আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট। আগের দিন ৪২ পয়েন্ট হারিয়ে সূচক ঠেকেছিল ৪ হাজার ৯৫২ পয়েন্টে।
রোববার প্রথম কর্মদিবসে সূচক বেড়েছিল ২২ দশমিক ৮৫ পয়েন্ট।
আগের দিন পুঁজিবাজার সংস্কারে টাস্কফোর্স মার্জিন ঋণ নীতিমালা সংশোধনে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হয়। তাতে মার্জিন ঋণ নেওয়ার সুযোগে কড়াকড়ি আরোপের প্রস্তাব দেওয়া হয়। এরপরের দিনই সূচক ও লেনদেনে বড় পতন দেখলেন বিনিয়োগকারীরা।
সপ্তাহের তৃতীয় কর্মদিবসের শুরুটা অবশ্য ঊর্ধ্বমুখীই ছিল। প্রথম আধা ঘণ্টায় সূচকে যোগ হয় ৯ পয়েন্ট। কিন্তু এরপর সূচক নামতে থাকে। বেলা ১১টার দিকে সূচক চলে যায় ৪ হাজার ৯৩৫ পয়েন্টে।
এরপর ক্রয়ের চাপ বাড়লে সূচকও উপরের দিকে উঠতে শুরু করে। বেলা সাড়ে ১২টায় যোগ হয় হারানো পয়েন্টের বেশি।
পরের ধাপে বিক্রির প্রবণতা বাড়তে থাকলে সূচকও সংশোধনে যায়। আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট হারিয়ে লেনদেন শেষ হয় ৪ হাজার ৯৩৫ পয়েন্টে।
এদিন লেনদেনের পরিমাণও কমেছে। দিন শেষে হাতবদল হয় ২৯১ কোটি টাকার শেয়ার। চার মাস আগে গত ২৬ ডিসেম্বর ২৮২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয় ডিএসইতে।
গত চার মাসের মধ্যে ৩০০ কোটি টাকার নিচে এটি দ্বিতীয় লেনদেন।
লেনদেন তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বস্ত্র, ওষুধ ও রসায়ন এবং প্রকৌশল খাতের প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে।
লেনদেনে বেশি ভূমিকা রাখে ব্যাংক, খাদ্য ও আনুষঙ্গিক খাত এবং জ্বালানি ও বিদ্যুৎ খাত।
এদিন লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে শেয়ার দর বাড়ে ১৩৬টি, কমে ২১১টির, আগের দরে লেনদেন হয় ৫০টির।
সবচেয়ে বেশি দর বাড়ে যথাক্রমে এনার্জি প্যাক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ইউনাইটেড ফাইন্যান্সের।
সবচেয়ে বেশি দর হারায় পাওয়ার গ্রিড বাংলাদেশ, আইসিবি ইসলামিক ব্যাংক ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।