Published : 28 Apr 2025, 04:38 PM
দিনের প্রথম বেলায় সূচক ইতিবাচক থাকলেও শেষ বেলার নিম্নমুখী প্রবণতায় আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট হারিয়েছে দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
সোমবার প্রধান সূচক ডিএসইএক্স ঠেকেছে ৪ হাজার ৯৫২ দশমিক ৭৯ পয়েন্টে, যা আগের দিন ছিল ৪ হাজার ৯৯৫ পয়েন্ট।
টানা দুই সপ্তাহ পর গত রোববার সূচক বাড়ে ২২ দশমিক ৮৫ পয়েন্ট। কিন্তু পরের দিনই তার প্রায় দিগুণ কমে গেল।
সকালে ইতিবাচক ধারায় লেনদেন শুরু হলে সূচক এক পর্যায়ে ৫ হাজার পয়েন্ট অতিক্রম করে।
বেলা সোয়া ১২টার দিকে বিক্রির চাপ বাড়লে সংশোধনে চলে যায় সূচক। শেষ বেলায় অর্জিত সূচকের সবটা হারিয়ে আগের দিনের চেয়েও কমে যায়।
বেশির ভাগ কোম্পানির দর কমলেও লেনদেন বেড়েছে আগের দিনের চেয়ে। দিনশেষে ডিএসইতে মোট শেয়ার হাতবদল হয় ৪৫৩ কোটি ৭৯ লাখ টাকার।
আগের দিন লেনদেন হয় ৩৩৮ কোটি ৬৪ লাখ টাকা। ৩৬৭ কোটি ১৪ লাখ টাকা লেনদেন হয় গত বৃহস্পতিবার।
লেনদেনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি এবং ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলোকে প্রতিষ্ঠান লেনদেনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে।
ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেনে আসা ৩৯৯টি কোম্পানির মধ্যে শেয়ার দর বাড়ে ৯৪টির; কমে ২৪৬টির; আর আগের দিনের দরে লেনদেন করে ৫৯টি।
এদিন ডিএসইর লেনদেনে সর্বোচ্চ অবদান ছিল ব্যাংক খাত। দিন শেষে ডিএসইতে সবচেয়ে বেশি দর বাড়ে খান ব্রাদারস পিপি ওভেন ব্যাগ, মিডল্যান্ড ব্যাংক ও আইসিবি এমপ্লয়ি প্রভিডেন্ড এমএফ-১ এর।
সবচেয়ে বেশি দর হারায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, শাহজি বাজার পাওয়ার ও ইউনিয়ন ক্যাপিটাল। ।