Published : 29 Apr 2025, 06:46 PM
তুরস্কের এরজুরুম শহরে ‘পালানদোকেন অর্থনৈতিক ফোরাম’ এর আলোচনায় অংশ নিয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
রোববার ফোরামের ‘পরিবর্তনের যুগে দারিদ্র্য ব্যবস্থাপনা ও হ্রাস’ শীর্ষক আলোচনায় তিনি বক্তব্য দেন বলে এনএসইউ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
অনুষ্ঠানে আবদুল হান্নান চৌধুরী তার বক্তব্যে তুলে ধরেন কীভাবে মাইক্রোফাইন্যান্স উদ্যোগগুলো বিশেষ করে নারীদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে, যেখানে জামানত ছাড়াই ঋণ দিয়ে তাদের স্বাবলম্বী করা সম্ভব হয়েছে। প্রকৃত উদাহরণ হিসেবে তিনি রংপুরের ‘রহিমার গল্প’ তুলে ধরেন, যিনি ছোট হাঁস-মুরগির খামার থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা বিস্তারের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অনুষ্ঠানে ‘পরিবর্তনশীল যুগে সৃষ্ট বৈষম্য: একটি টেকসই ভবিষ্যতের জন্য বৈশ্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় কৌশল’ সেশনে আলোচনায় অংশ নেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তুরস্কের প্রতিনিধি তাসনিম আতাত্রাহ, সৌদি আরবের শিক্ষাবিদ ফায়ক আল আকায়লা, ব্ল্যাক সি ইকোনমিক কো-অপারেশনের প্রথম উপ-মহাসচিব মেরভে সাফা কাভাকচি এবং তুরস্কে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ডিপু লেটসাতসি-ডুবা।