Published : 28 Apr 2025, 04:05 PM
টেলিটকের সেবা ব্যবহার করে অত্যাধুনিক স্ট্রিট লাইট কন্ট্রোলিং সিস্টেম কার্যক্রম পরিচালনার জন্য সমঝোতা চুক্তি করেছে প্রিস্টিন ক্রসিং পয়েন্ট লিমিটেড-পিসিপিএল।
রোববার কোম্পানি দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, চুক্তির আওতায় টেলিটক সাশ্রয়ী মূল্যে প্রিস্টিন ক্রসিং পয়েন্ট লিমিটেডকে ডেটা সেবাসহ বিভিন্ন কর্পোরেট ডিজিটাল সেবা প্রদান করবে।
পিসিপিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ হারুন এবং টেলিটকের অতিরিক্ত মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) সাইফুর রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এসময় টেলিটকের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) সালেহ মো. ফজলে রাব্বী এবং পিসিপিএলের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।