Published : 28 Apr 2025, 08:16 PM
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ফেনীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
সোমবার বিকেলে ফেনী পৌরসভা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় একটি মিছিল বের হয়ে শহরের কলেজ রোড, জেল রোড, ট্রাংক রোড, খেজুর চত্বর, বড় মসজিদ, প্রেসক্লাব, দোয়েল চত্বর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ পালন করা হয়।
এনসিপির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) মুনতাসীর মাহমুদ।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সংগঠক সাবেক সহ সমন্বায়ক আব্দুল আজিজের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাবেক সমন্বায়ক মুহাইমিন তাজিম।
মুনতাসীর মাহমুদ বলেন, “আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। বিগত জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের নৃশংস হত্যাযজ্ঞ দেশের মানুষ ভুলে যায়নি। তারা খুন-গুম করে দেশকে একটি নরক রাষ্ট্রে পরিণত করেছিল। বিডিআর পিলখানার হত্যা, শাপলা চত্বরের হত্যাসহ অনেক অপকর্মের সঙ্গে দলটি জড়িত।
“এদেশে আওয়ামী লীগের কোনো ধরনের রাজনীতি করার অধিকার নেই। আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নিতে হবে।”
কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত বলেন, “জুলাই অভ্যুত্থানে ফেনীর আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও তার দলীয় সন্ত্রাসীরা নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে ১১ জনকে হত্যা করেছিল। আওয়ামী লীগ একটি খুনি দল। তাদেরকে যেভাবেই হোক নিষিদ্ধ করতে হবে।
“বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দল যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে তাদেরকেও এ দেশের মানুষ প্রতিহত করবে। পলাতক শেখ হাসিনাসহ সব খুনিকে বিচারের আওতায় আনতে হবে।”
এ সময় সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তুহিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, সুজা উদ্দিন সজিব, মনসুর আব্দুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সংগঠক আব্দুল্লাহ আল যোবায়ের, জাতীয় নাগরিক পার্টির সংগঠক আব্দুল কাদের উপস্থিত ছিলেন।