ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা লিখেছেন, সেপ্টেম্বরে তাদের সন্তান আসছে পৃথিবীতে।
Published : 01 Mar 2024, 04:17 PM
ছয় বছরের বিবাহিত জীবনে বলিউড তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রাণবীর সিংকে বহুবার শুনতে হয়েছে তারা মা-বাবা হচ্ছেন কবে? হয় তারা হাসিমুখে ধৈর্য্য ধরে এই প্রশ্নের উত্তর দিয়েছেন, না হয় এড়িয়ে গেছেন। অবশেষে সংসারে নতুন অতিথি আসার খবরটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তারা।
ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা লিখেছেন, সেপ্টেম্বরে তাদের সন্তান আসছে পৃথিবীতে।
ছবিতে সেখানে বাচ্চাদের জুতা, জামার সঙ্গে মাথার টুপি, বেলুন দেখা যাচ্ছে। মাঝখানে দেওয়া সন্তান জন্মের সময়।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, এই খবরে সহশিল্পী থেকে শুরু করে স্বজন ও ভক্ত অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন দীপিকা-রাণবীর।
বলিউডের মাধুরী দীক্ষিত, প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়া, কৃতি শ্যানন, রাকুল প্রীত সিং, ম্রুণাল ঠাকুর, ভূমি পেড়নেকর, সোনম কাপুরসহ আরও অনেকে শুভকামনা আর অভিনন্দন জানিয়েছেন।
কিছুদিন ধরে দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি ঘুরপাক খাচ্ছিল ভারতীয় সংবাদমাধ্যমে। অবশ্য তাতে কোনো তথ্যসূত্রতা থাকত না।
কিছুদিন আগে নায়িকা নিজেই জানিয়েছিলেন তিনি মা হতে চান, এই পরিকল্পনা তাদের শুরু থেকেই আছে।
দীপিকা বলেছিলেন, “কেন নয়! অবশ্যই এ পরিকল্পনা রয়েছে। রাণবীর ও আমি দুজনেই বাচ্চা খুব ভালোবাসি। যখন থেকে আমরা একসঙ্গে পথচলা শুরু করেছিলাম, তখন থেকে আমরা সেই দিনের অপেক্ষায় আছি।”
সন্তান নেওয়ার প্রসঙ্গে এর আগেও দীপিকাকে বলতে শোনা গিয়েছিল, “যখন সময় হবে তখন নিশ্চয়ই জানাব। এই খবর লুকিয়ে রাখা যায় না।"
আর রাণবীর একবার বলেছিলেন, বিষয়টি তিনি পুরোপুরি দীপিকার সিদ্ধান্তের ওপরে ছেড়ে দিয়েছেন।
নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ সিনেমা সেটে একে অপরের প্রেমে পড়েন রাণবীর ও দীপিকা। তারপরে প্রায় ছয় বছর চুটিয়ে প্রেম করে ২০১৮ সালে সাত পাক ঘোরেন এই যুগল।
দীপিকা পাড়ুকোনকে সর্বশেষ দেখা গেছে সিদ্ধার্থ আনন্দের ফাইটার সিনেমায়। সিনেমাটি মুক্তি পেয়েছে জানুয়ারিতে। তার আগামী সিনেমা 'সিংহাম অ্যাগেইন, ও 'কল্কি ২৮৯৮ এডি'। আর ‘ডন ৩’ সিনেমায় পাওয়া যাবে রাণবীর সিংকে।