সমালোচনার মুখে বুধবার রাতে মেহজাবীন ক্ষমা চেয়ে ফেইসবুকে পোস্ট দেন।
Published : 18 Dec 2024, 09:28 PM
আট বছর আগে নিহত কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর গ্রাফিতি নিজের সিনেমার পোস্টারে ঢেকে দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
‘প্রিয় মালতী’ সিনেমার মধ্যে দিয়ে প্রথমবার বড় পর্দায় হাজির হচ্ছেন মেহজাবীন চৌধুরী। শুক্রবার সিনেমা হলে মুক্তি পাচ্ছ সিনেমাটি, যার প্রচারণায় এখন ব্যস্ত তিনি।
বুধবার 'প্রিয় মালতী' সিনেমার প্রচারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যান অভিনেত্রী। সেখানে তনুর একটি গ্রাফিতির ওপর তার সিনেমার পোস্টার লাগিয়ে দেন। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয় মেহজাবীনকে নিয়ে।
সমালোচনার মুখে বুধবার রাতে মেহজাবীন ক্ষমা চেয়ে ফেইসবুকে পোস্ট দেন।
পোস্টে তিনি লিখেছেন, “অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায়, প্রচণ্ড ভিড় ও অনিবার্যকারণবসত পোস্টারিংয়ের ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয়।
“ভুলবশত ও অনাকাঙ্ক্ষিত অব্যস্থাপনায় একটি পোস্টার শহীদ তনুর গ্রাফিতির উপরে লাগানো হয়ে যায়। আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায়বিচারের জন্য লড়াই এখনও চলমান। পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেছি।”
২০১৬ সালের ২০ মার্চ রাতে নাট্যকর্মী তনুর মরদেহ কুমিল্লা সেনানিবাস থেকে উদ্ধার করা হয়। সেই ঘটনা সারা দেশে আলোড়ন তোলে। সম্প্রতি সোহাগী জাহান তনুর একটি গ্রাফিতি আঁকা হয়েছিল টিএসসিতে।
মেহজাবীন তার পোস্টে বলেন, “আমাদের চলচ্চিত্র, আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায়বিচারের জন্য লড়াই। এটি আমাদের হৃদয় থেকে আসে। আমরা আশা করি, আমাদের অনিচ্ছাকৃত অব্যবস্থপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”
শাঁখারীবাজারের একটি পরিবারের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমাটি।
সিনেমার গল্পে মেহজাবীনকে দেখা যাবে মালতী রানী দাশ নামের নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে। যিনি পলাশ কুমার দাশ নামের এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন।
যে জীবনে বিবাহবার্ষিকীতে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় ঘোরাঘুরি, একে অন্যকে উপহার দেওয়া নেওয়া, স্বামী-স্ত্রীর খুনসুটি, মান-অভিমান সবকিছুই চলছিল।
তবে একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনায় তাদের জীবনের ছন্দ পতন হয়। সেদিন কী ঘটেছিল সেটাই সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা শঙ্খদাশ গুপ্ত।
সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে।
সম্প্রতি সিনেমাটি ‘ইউ গ্রেড’ (সব বয়সীরা দেখতে পারবেন) নিয়ে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এটি প্রযোজনা করেছেন ‘ফ্রেম পার সেকেন্ড’ এবং সহ-প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’।
গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকার শাঁখার বাজার -বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় ‘প্রিয় মালতী’র শুটিং হয়েছে।
কিছুদিন আগে মিশনের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় ‘প্রিয় মালতী’র প্রদর্শনী হয়েছে।
আরও পড়ুন:
আজ কেবল আমি প্রশ্ন করব, বললেন মেহজাবীন
অবশেষে মেহজাবীনের 'প্রিয় মালতী' দেশের প্রেক্ষাগৃহে
এবার দেশের দর্শকদের 'প্রিয় মালতী' দেখাবেন মেহজাবীন
দর্শক 'ভাবাবে' মেহজাবীনের 'প্রিয় মালতী'
কায়রো ঘুরে মেহজাবীনের 'প্রিয় মালতী' যাচ্ছে ভারতে