আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘প্রিয় মালতী’।
Published : 14 Dec 2024, 09:48 AM
অভিনয় জগতে ছোট পর্দায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরচণ গত দেড় দশক ধরে। এই দীর্ঘ সময়ে তাকে কেবল নাটক, টেলিফিল্ম এবং হালের দুনিয়ার ওটিটিতে পেয়েছেন দর্শকরা। গত বছর কাজের ব্যাপ্তি বাড়াতে সিনেমা করেছেন মেহজাবীন। সেই ‘প্রিয় মালতী’ নামের চলচ্চিত্রটি দেশের বাইরে বিভিন্ন আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব ঘুরে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে।
আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘প্রিয় মালতী’।
সম্প্রতি সিনেমাটি ‘ইউ গ্রেড’ (সব বয়সীরা দেখতে পারবেন) নিয়ে সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান।
‘ফ্রেম পার সেকেন্ড’ এবং ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র সহ–প্রযোজনায় ’প্রিয় মালতী’ নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত।
সিনেমার গল্পে মেহজাবীনকে দেখা যাবে মালতী রানী দাশ নামের নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে। যিনি পলাশ কুমার দাশ নামের এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন।
যে জীবনে বিবাহবার্ষিকীতে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় ঘোরাঘুরি, একে অন্যকে উপহার দেওয়া নেওয়া, স্বামী-স্ত্রীর খুনসুটি, মান-অভিমান সবকিছুই চলছিল।
তবে একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনায় তাদের জীবনের ছন্দ পতন হয়। সেদিন কী ঘটেছিল সেটাই সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা শঙ্খ।
‘প্রিয় মালতী’ কেবল মেহজাবীনেরই প্রথম সিনেমা নয়, এটি দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে শঙ্খরও
মালতী চরিত্র নিয়ে শঙ্খ বলেন, "মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় চরিত্রটিকে। অন্তঃসত্ত্বা মালতীকে বিশৃঙ্খল এই শহরে শ্বশুরবাড়ি, সমাজ এবং ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে লড়াই করতে হয়।
"দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। একজন মানুষের অস্তিত্ব কি ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্ত রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে? জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন রাখা হয়েছে সিনেমায়।"
একটি সত্য ঘটনার অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন শঙ্খ।
সিনেমা মুক্তি নিয়ে মেহজাবীন বলেন, "আমার প্রথম সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে;, এই অনুভূতিটা একদম ভিন্ন। আমার বিশ্বাস, দর্শকরা আমার সিনেমা দেখতেও প্রেক্ষাগৃহে আসবেন এবং পছন্দ করবেন।"
আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে।
গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় ‘প্রিয় মালতী’র শুটিং হয়েছে।
কিছুদিন আগে মিশনের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় ‘প্রিয় মালতী’র প্রদর্শনী হয়েছে।
আর পড়ুন:
এবার দেশের দর্শকদের 'প্রিয় মালতী' দেখাবেন মেহজাবীন