উৎসবের ৫৫তম আসরের 'সিনেমা অব দ্য ওয়ার্ল্ড' বিভাগে দেখান হবে সিনেমাটি।
Published : 18 Nov 2024, 02:44 PM
অভিনেত্রী মেহজাবীন চৌধুরীন দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ যাচ্ছে ভারতের আন্তজার্তিক চলচ্চিত্র উৎসবে (ইফি)।
সিনেমাটি এখন দেখান হচ্ছে মিশরের কায়রোর চলচ্চিত্র উৎসবে।
কায়রো থেকে ভারতের চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরের 'সিনেমা অব দ্য ওয়ার্ল্ড' বিভাগে দেখান হবে ‘প্রিয় মালতী’।
সিনেমার প্রযোজনা সংস্থা চরকি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের গোয়ায় আগামী ২০ নভেম্বর এ চলচ্চিত্র উৎসব শুরু হয়ে চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
সেখানে 'প্রিয় মালতী' দেখানো হবে ২৭ নভেম্বর। এবার এই উৎসবে বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে প্রতিনিধিত্ব করছে এটি।
সিনেমাটি পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত, চিত্রনাট্য লিখেছেন শঙ্খ ও আবু সাইদ রানা।
'প্রিয় মালতী' সিনেমাটি উৎসবে প্রদর্শিত হওয়াকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন পরিচালক শঙ্খ। তিনি বলেন, "উপমহাদেশের গুরুত্বপূর্ণ এবং ভারতের সবচেয়ে বড় উৎসব ইফি। প্রতিবেশী দেশ হিসেবে আমাদের সংস্কৃতি ও অভিজ্ঞতার অনেক কিছুই এক। উৎসবে এই সিনেমার প্রদর্শন আমাদের সংস্কৃতির যোগাযোগটা আরও দৃঢ় হবে।"
সিনেমায় মধ্যবিত্ত লড়াকু এক নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন।
তিনি বলেন. “তবে কষ্ট করে কাজটি করার পর যখন আন্তর্জাতিক উৎসবগুলোতে সিলেক্ট হয়, তখন খুব ভালো লাগে। ভারতের ফেস্টিভ্যালে যাচ্ছে, এটা খুবই আনন্দের। তবে আমার সবচেয়ে ভালো লাগবে, যখন দেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন।"
গত শুক্রবার মিশরের ৪৫তম কায়রো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে 'প্রিয় মালতী' সিনেমার। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাসগুপ্ত, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, প্রযোজক আদনান আল রাজীব ও হাবিবুর রহমান তারেক। প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে কথা বলেছেন মেহজাবীন ও শঙ্খ।
সিনেমার মেহজাবীন ছাড়াও আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে।